আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি চমৎকার উদ্ভাবন হল ক্রায়োসার্জারি। এটি এমন একটি পদ্ধতি যেখানে চরম ঠান্ডার সাহায্যে রোগাক্রান্ত বা অপ্রয়োজনীয় টিস্যু ধ্বংস করা হয়। সাধারণত তরল নাইট্রোজেন (-196°C) ব্যবহার করে এটি করা হয়, যা কোষের অভ্যন্তরীণ পানিকে বরফে পরিণত করে এবং কোষগুলিকে ধ্বংস করে।
ক্রায়োসার্জারি (Cryosurgery) হল একটি চিকিৎসা পদ্ধতি যেখানে চরম ঠান্ডার মাধ্যমে টিস্যু ধ্বংস করা হয়। এতে সাধারণত তরল নাইট্রোজেন বা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। এটি ত্বকের ক্ষত, ক্যান্সার কোষ, ওয়ার্ট (wart), মোল (mole), এবং কিছু ধরনের টিউমার অপসারণের জন্য ব্যবহৃত হয়।
ক্রায়োসার্জারির প্রধান নীতি হলো ক্রায়োনেক্রোসিস, যেখানে অতিশীতল তাপমাত্রার কারণে কোষের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে সেগুলি শরীর থেকে বেরিয়ে আসে। চিকিৎসকরা তরল নাইট্রোজেন সরাসরি প্রভাবিত স্থানে প্রয়োগ করেন, যা মুহূর্তের মধ্যেই ত্বক বা টিস্যুকে হিমায়িত করে ফেলে।
ক্রায়োসার্জারি বিভিন্ন চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত হয়, বিশেষ করে –
ক্রায়োসার্জারি চিকিৎসাবিজ্ঞানের একটি আধুনিক ও কার্যকর পদ্ধতি যা ঠান্ডার শক্তিকে কাজে লাগিয়ে রোগ নিরাময়ে সাহায্য করে। বিশেষত ত্বকের সমস্যার চিকিৎসায় এটি অত্যন্ত জনপ্রিয়। ভবিষ্যতে এর প্রযুক্তিগত উন্নতি চিকিৎসাক্ষেত্রে আরও নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
আপনার মতামত বা অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানান!
ক্রায়োসার্জারি কী?
ক) তাপ দিয়ে টিস্যু ধ্বংস করার পদ্ধতি
খ) অতিশীতল তাপমাত্রা ব্যবহার করে টিস্যু ধ্বংস করার পদ্ধতি
গ) ওষুধের মাধ্যমে টিস্যু পুনর্জীবিত করার পদ্ধতি
ঘ) লেজার ব্যবহার করে টিস্যু কাটার পদ্ধতি
উত্তর: খ
ক্রায়োসার্জারিতে সাধারণত কোন উপাদান ব্যবহার করা হয়?
ক) গরম বাতাস
খ) তরল নাইট্রোজেন
গ) স্যালাইন পানি
ঘ) ইথানল
উত্তর: খ
ক্রায়োসার্জারির মূল লক্ষ্য কী?
ক) সংক্রমণ প্রতিরোধ
খ) ক্ষতস্থানে ব্যথা কমানো
গ) অনাকাঙ্ক্ষিত বা ক্ষতিকারক কোষ ধ্বংস করা
ঘ) ত্বকের আর্দ্রতা বৃদ্ধি করা
উত্তর: গ
ক্রায়োসার্জারি কোন চিকিৎসার জন্য বেশি ব্যবহৃত হয়?
ক) হৃদরোগ
খ) ত্বকের সমস্যা
গ) ফুসফুসের সংক্রমণ
ঘ) ডায়াবেটিস
উত্তর: খ
ক্রায়োসার্জারির মাধ্যমে কোন ধরনের ক্যান্সার চিকিৎসা করা যেতে পারে?
ক) ব্রেইন ক্যান্সার
খ) প্রোস্টেট ক্যান্সার
গ) স্টমাক ক্যান্সার
ঘ) ব্লাড ক্যান্সার
উত্তর: খ
ক্রায়োসার্জারি কোন বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে?
ক) হিট থেরাপি
খ) ক্রায়োনেক্রোসিস
গ) কেমোথেরাপি
ঘ) রেডিওথেরাপি
উত্তর: খ
ক্রায়োসার্জারির সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া কী?
ক) উচ্চ রক্তচাপ
খ) ইনফেকশন
গ) ফোলাভাব ও লালচে দাগ
ঘ) পেটের ব্যথা
উত্তর: গ
ক্রায়োসার্জারিতে কোন উপায়ে ঠান্ডা প্রয়োগ করা হয়?
ক) ইনজেকশনের মাধ্যমে
খ) স্প্রে বা সরাসরি কন্টাক্ট
গ) ব্যান্ডেজের মাধ্যমে
ঘ) ধোঁয়ার মাধ্যমে
উত্তর: খ
ক্রায়োসার্জারির সুবিধা কোনটি?
ক) ব্যথাহীন প্রক্রিয়া
খ) দ্রুত আরোগ্য লাভ
গ) কম খরচে চিকিৎসা
ঘ) উপরের সবগুলো
উত্তর: ঘ
ক্রায়োসার্জারি সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় না?
ক) ত্বকের ওয়ার্ট অপসারণ
খ) ব্রেন টিউমার চিকিৎসা
গ) প্রোস্টেট ক্যান্সার
ঘ) সার্ভিকাল ক্যান্সার
উত্তর: খ
ক্রায়োসার্জারির আরেকটি নাম কী?
ক) হাইপারথার্মিয়া থেরাপি
খ) কোল্ড থেরাপি
গ) ইলেক্ট্রোথেরাপি
ঘ) রেডিও থেরাপি
উত্তর: খ
ক্রায়োসার্জারির মাধ্যমে কোন উপায়ে টিস্যু ধ্বংস হয়?
ক) কোষের ভেতরের পানি বরফে পরিণত হয়
খ) কোষ গরম হয়ে যায়
গ) কোষের রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায়
ঘ) কোষের অক্সিজেনের ঘাটতি ঘটে
উত্তর: ক
ক্রায়োসার্জারির পরে ক্ষতস্থানে সাধারণত কত সময় লাগে নিরাময়ের জন্য?
ক) ১-২ দিন
খ) ১-২ সপ্তাহ
গ) ১-২ মাস
ঘ) ৬ মাস
উত্তর: খ
ক্রায়োসার্জারির সীমাবদ্ধতা কোনটি?
ক) কখনও কখনও একাধিক সেশন প্রয়োজন হয়
খ) সম্পূর্ণ ব্যথাহীন নয়
গ) নির্দিষ্ট কিছু টিস্যুর জন্য কম কার্যকর
ঘ) উপরের সবগুলো
উত্তর: ঘ
ক্রায়োসার্জারির মাধ্যমে নিচের কোন রোগের চিকিৎসা করা সম্ভব?
ক) ডায়াবেটিস
খ) গ্লুকোমা
গ) নিউমোনিয়া
ঘ) অ্যালার্জি
উত্তর: খ
ক্রায়োসার্জারি কোন বিশেষ যন্ত্রের মাধ্যমে করা হয়?
ক) লেজার স্ক্যালপেল
খ) ক্রায়োপ্রোব
গ) ইলেক্ট্রোকার্ডিওগ্রাম
ঘ) এক্স-রে মেশিন
উত্তর: খ
ক্রায়োসার্জারির পরে কোনটি পরামর্শযোগ্য?
ক) চিকিৎসা করা অংশটি ঘষা উচিত
খ) চিকিৎসা করা অংশটি পরিষ্কার ও শুকনো রাখা উচিত
গ) সরাসরি রোদে বেশি সময় থাকা উচিত
ঘ) ক্ষতস্থানে বেশি পানি দেওয়া উচিত
উত্তর: খ
ক্রায়োসার্জারি সাধারণত কোন ধরনের চিকিৎসকের মাধ্যমে পরিচালিত হয়?
ক) নিউরোসার্জন
খ) ডার্মাটোলজিস্ট
গ) কার্ডিওলজিস্ট
ঘ) নেফ্রোলজিস্ট
উত্তর: খ
ক্রায়োসার্জারি কোন ক্ষেত্রে তুলনামূলক কম কার্যকর?
ক) ছোট ত্বকের ক্ষত
খ) বড় এবং গভীর টিউমার
গ) প্রোস্টেট ক্যান্সার
ঘ) সার্ভিকাল ক্যান্সার
উত্তর: খ
ক্রায়োসার্জারির মূলনীতি কোনটির উপর ভিত্তি করে?
ক) উত্তপ্ত তাপ প্রয়োগ
খ) অতিরিক্ত ঠান্ডা প্রয়োগ
গ) বৈদ্যুতিক তরঙ্গ ব্যবহার
ঘ) চুম্বকীয় তরঙ্গ ব্যবহার
উত্তর: খ
0 Comments