Recent in Technology

Lest দিয়ে বাক্য বাংলা অর্থ সহ | Completing sentences fo SSC and HSC

Lest দিয়ে বাক্য বাংলা অর্থ সহ |Completing Sentence 

Lest দিয়ে বাক্য বাংলা অর্থ সহ | Completing sentences fo SSC and HSC image photo download pic picture free hd 4k ছবি ডাউনলোড চিত্র

Structure of "lest" in a Sentence:

Subject + Verb + lest + Subject + (should) + Base Verb

"Lest" সাধারণত "should" সহ ব্যবহৃত হয়, তবে অনেক ক্ষেত্রে "should" বাদ দিলেও বাক্য শুদ্ধ থাকে।

20 Examples with Bengali Meanings

  1. Work hard, lest you should fail.
    কঠোর পরিশ্রম করো, নাহলে তুমি ব্যর্থ হতে পারো।

  2. He whispered, lest anyone should hear him.
    সে ফিসফিস করে কথা বললো, নাহলে কেউ শুনে ফেলতে পারত।

  3. Hurry up, lest we should miss the train.
    তাড়াতাড়ি করো, নাহলে আমরা ট্রেন মিস করতে পারি।

  4. She took a taxi, lest she should be late.
    সে ট্যাক্সি নিলো, নাহলে দেরি হয়ে যেত।

  5. Close the door quietly, lest the baby should wake up.
    দরজাটা আস্তে বন্ধ করো, নাহলে বাচ্চা জেগে যেতে পারে।

  6. He studied all night, lest he should fail the exam.
    সে সারারাত পড়াশোনা করলো, নাহলে পরীক্ষায় ফেল করতে পারত।

  7. Take a raincoat, lest you should get wet.
    রেইনকোট নাও, নাহলে ভিজে যেতে পারো।

  8. The soldiers moved carefully, lest the enemy should notice them.
    সৈন্যরা সতর্কভাবে চললো, নাহলে শত্রুরা তাদের দেখতে পেত।

  9. She lowered her voice, lest anyone should overhear their conversation.
    সে কণ্ঠস্বর নিচু করলো, নাহলে কেউ তাদের কথা শুনে ফেলতে পারত।

  10. He left early, lest he should get stuck in traffic.
    সে আগেভাগে বের হলো, নাহলে ট্রাফিকে আটকে যেতে পারত।

  11. Take some rest, lest you should fall sick.
    বিশ্রাম নাও, নাহলে তুমি অসুস্থ হয়ে যেতে পারো।

  12. Walk fast lest you should miss the train.
    দ্রুত হাট, নাহলে ট্রেন মিস করবে।

  13. He wrote down the address, lest he should forget it.
    সে ঠিকানাটি লিখে রাখলো, নাহলে ভুলে যেতে পারত।

  14. Drive carefully, lest you should meet with an accident.
    সাবধানে গাড়ি চালাও, নাহলে দুর্ঘটনা ঘটতে পারে।

  15. They checked the ropes twice, lest they should break.
    তারা দড়িগুলো দু’বার পরীক্ষা করলো, নাহলে তা ছিঁড়ে যেতে পারত।

  16. Eat on time, lest you should feel weak.
    সময়মতো খাও, নাহলে দুর্বল লাগতে পারে।

  17. He kept silent, lest he should say something wrong.
    সে চুপ থাকলো, নাহলে ভুল কিছু বলে ফেলতে পারত।

  18. She hid the letter, lest anyone should see it.
    সে চিঠিটি লুকিয়ে রাখলো, নাহলে কেউ দেখে ফেলতে পারত।

  19. Watch your step, lest you should slip.
    দেখে হাঁটো, নাহলে পা পিছলে যেতে পারে।

  20. Take your medicine, lest your condition should worsen.
    ওষুধ খাও, নাহলে তোমার অবস্থা খারাপ হতে পারে। 

এই বাক্যগুলোর উচ্চারণ পেতে নিচের ভিডিও দেখতে পারেন।



Post a Comment

0 Comments

How to make money

Ad Code