প্রশ্ন ১: মাইটোকন্ড্রিয়াকে সাধারণত কী বলা হয়?
ক. সেল ওয়াল
খ. পাওয়ারহাউস অব দ্য সেল
গ. সেল মেমব্রেন
ঘ. নিউক্লিয়াস
উত্তর: খ. পাওয়ারহাউস অব দ্য সেল
ব্যাখ্যা: মাইটোকন্ড্রিয়া সেলের মধ্যে এনার্জি উৎপাদন করে বলে একে "পাওয়ারহাউস অব দ্য সেল" বলা হয়।
প্রশ্ন ২: মাইটোকন্ড্রিয়ার ভেতরের ভাঁজ করা অংশকে কী বলে?
ক. ক্রিসটি
খ. স্ট্রোমা
গ. সাইটোপ্লাজম
ঘ. প্লাজমা মেমব্রেন
উত্তর: ক. ক্রিসটি
ব্যাখ্যা: মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি হল মাইটোকন্ড্রিয়া নামক সেল অঙ্গাণুর অভ্যন্তরে থাকা ছোট ছোট ভাঁজ বা রেখা। এগুলি মাইটোকন্ড্রিয়া এর অভ্যন্তরীণ মেমব্রেনের (inner membrane) ফোল্ডিংস বা মুড়িয়ে যাওয়া অংশ। ক্রিস্টি মাইটোকন্ড্রিয়ার এনার্জি উৎপাদন প্রক্রিয়া (অথবা এডেনোসিন ট্রাইফসফেট বা ATP উৎপাদন) তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এখানে অ্যাকটিভ ট্রান্সপোর্ট এবং শ্বসন চক্র (cellular respiration) ঘটে।
প্রশ্ন ৩: মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কী?
ক. প্রোটিন সংশ্লেষণ
খ. এনার্জি উৎপাদন
গ. ডিএনএ সংরক্ষণ
ঘ. পানি নিয়ন্ত্রণ
উত্তর: খ. এনার্জি উৎপাদন
ব্যাখ্যা: মাইটোকন্ড্রিয়া এডেনোসিন ট্রাইফসফেট (ATP) তৈরি করে, যা কোষের এনার্জি হিসেবে ব্যবহৃত হয়।
প্রশ্ন ৪: মাইটোকন্ড্রিয়ার নিজস্ব কোন জিনগত উপাদান রয়েছে?
ক. না
খ. হ্যাঁ
গ. শুধুমাত্র RNA
ঘ. শুধুমাত্র প্রোটিন
উত্তর: খ. হ্যাঁ
ব্যাখ্যা: মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে, যা একে কিছু প্রোটিন নিজে তৈরি করতে সাহায্য করে।
প্রশ্ন ৫: মাইটোকন্ড্রিয়ার প্রধান ফাংশন কোনটি?
ক. ফটোসিন্থেসিস
খ. সেল রেসপিরেশন
গ. নিউক্লিক এসিড উৎপাদন
ঘ. ক্যালসিয়াম নিয়ন্ত্রণ
উত্তর: খ. সেল রেসপিরেশন
ব্যাখ্যা: মাইটোকন্ড্রিয়া সেল রেসপিরেশনের মাধ্যমে গ্লুকোজ ভেঙে এনার্জি উৎপন্ন করে।
প্রশ্ন ৬: মাইটোকন্ড্রিয়া কোন ধরণের সেলে বেশি পাওয়া যায়?
ক. স্নায়ুকোষ
খ. পেশীকোষ
গ. লোহিত রক্তকণিকা
ঘ. ত্বকের কোষ
উত্তর: খ. পেশীকোষ
ব্যাখ্যা: পেশীকোষে বেশি শক্তির প্রয়োজন হয়, তাই মাইটোকন্ড্রিয়া বেশি থাকে।
প্রশ্ন ৭: মাইটোকন্ড্রিয়া কীভাবে বৃদ্ধি পায়?
ক. কোষ বিভাজনের মাধ্যমে
খ. বাইনারি ফিশন
গ. স্পোর দ্বারা
ঘ. ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে
উত্তর: খ. বাইনারি ফিশন
ব্যাখ্যা: মাইটোকন্ড্রিয়া ব্যাকটেরিয়ার মতো বাইনারি ফিশনের মাধ্যমে বিভাজিত হয়।
প্রশ্ন ৮: মাইটোকন্ড্রিয়া কোন ধরণের কোষে পাওয়া যায়?
ক. প্রোক্যারিওটিক
খ. ইউক্যারিওটিক
গ. ভাইরাস
ঘ. ব্যাকটেরিয়া
উত্তর: খ. ইউক্যারিওটিক
ব্যাখ্যা: মাইটোকন্ড্রিয়া শুধুমাত্র ইউক্যারিওটিক কোষে পাওয়া যায়।
প্রশ্ন ৯: মাইটোকন্ড্রিয়া কোন গ্যাস ব্যবহার করে ATP উৎপন্ন করে?
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই অক্সাইড
ঘ. হাইড্রোজেন
উত্তর: ক. অক্সিজেন
ব্যাখ্যা: মাইটোকন্ড্রিয়া অক্সিজেন ব্যবহার করে গ্লুকোজ ভেঙে ATP উৎপন্ন করে।
প্রশ্ন ১০: মাইটোকন্ড্রিয়ার বাইরের মেমব্রেন কী বৈশিষ্ট্য প্রদর্শন করে?
ক. অসমতল
খ. মসৃণ
গ. শক্ত
ঘ. ভাঁজ করা
উত্তর: খ. মসৃণ
ব্যাখ্যা: মাইটোকন্ড্রিয়ার বাইরের মেমব্রেন মসৃণ এবং এটি পুষ্টি প্রবেশ ও বের হতে সাহায্য করে।
প্রশ্ন ১১: মাইটোকন্ড্রিয়া কীভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়?
ক. মাতৃকুল থেকে
খ. পিতৃকুল থেকে
গ. উভয় থেকে
ঘ. ভাইরাস দ্বারা
উত্তর: ক. মাতৃকুল থেকে
ব্যাখ্যা: মাইটোকন্ড্রিয়া ডিএনএ শুধুমাত্র মাতৃকুল থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়।
প্রশ্ন ১২: মাইটোকন্ড্রিয়ার ভেতরের ফ্লুইড অংশ কী নামে পরিচিত?
ক. ম্যাট্রিক্স
খ. ক্রিসটি
গ. স্ট্রোমা
ঘ. থাইলাকয়েড
উত্তর: ক. ম্যাট্রিক্স
ব্যাখ্যা: ম্যাট্রিক্স মাইটোকন্ড্রিয়ার ভেতরের ফ্লুইড অংশ, যেখানে গুরুত্বপূর্ণ এনজাইম থাকে।
প্রশ্ন ১৩: মাইটোকন্ড্রিয়ার ডিএনএ কেমন আকৃতির?
ক. লিনিয়ার
খ. গোলাকার
গ. সাপের মতো
ঘ. স্পাইরাল
উত্তর: খ. গোলাকার
ব্যাখ্যা: মাইটোকন্ড্রিয়ার ডিএনএ ব্যাকটেরিয়ার মতো বৃত্তাকার।
প্রশ্ন ১৪: মাইটোকন্ড্রিয়া কোন প্রক্রিয়ার সাথে জড়িত?
ক. প্রোটিন সংশ্লেষণ
খ. অক্সিডেটিভ ফসফরাইলেশন
গ. কার্বন ডাই অক্সাইড উৎপাদন
ঘ. সবগুলো
উত্তর: ঘ. সবগুলো
ব্যাখ্যা: মাইটোকন্ড্রিয়া প্রোটিন সংশ্লেষণ, অক্সিডেটিভ ফসফরাইলেশন এবং কার্বন ডাই অক্সাইড উৎপাদনে অংশগ্রহণ করে।
প্রশ্ন ১৫: মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক কে?
ক. রবার্ট হুক
খ. আলবার্ট কোলিকার
গ. শ্লাইডেন
ঘ. রডলফ ভিরচো
উত্তর: খ. আলবার্ট কোলিকার
ব্যাখ্যা: ১৮৫৭ সালে আলবার্ট কোলিকার মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন।
প্রশ্ন ১৬: মাইটোকন্ড্রিয়ার ATP উৎপাদনের প্রক্রিয়ার নাম কী?
ক. গ্লাইকোলাইসিস
খ. অক্সিডেটিভ ফসফরাইলেশন
গ. ফটোসিন্থেসিস
ঘ. ল্যাকটেট ফরমেশন
উত্তর: খ. অক্সিডেটিভ ফসফরাইলেশন
ব্যাখ্যা: অক্সিডেটিভ ফসফরাইলেশনের মাধ্যমে ATP উৎপন্ন হয়।
প্রশ্ন ১৭: মাইটোকন্ড্রিয়া কোষের কোন অংশে পাওয়া যায়?
ক. সাইটোপ্লাজম
খ. নিউক্লিয়াস
গ. সেল ওয়াল
ঘ. গলজী বডি
উত্তর: ক. সাইটোপ্লাজম
ব্যাখ্যা: মাইটোকন্ড্রিয়া কোষের সাইটোপ্লাজমে অবস্থিত।
প্রশ্ন ১৮: কোন রাসায়নিক মাইটোকন্ড্রিয়ার কার্যক্রমে সবচেয়ে গুরুত্বপূর্ণ?
ক. গ্লুকোজ
খ. ATP
গ. কার্বন ডাই অক্সাইড
ঘ. অক্সিজেন
উত্তর: খ. ATP
ব্যাখ্যা: ATP হল মাইটোকন্ড্রিয়ার এনার্জি উৎপাদনের মূল পণ্য।
প্রশ্ন ১৯: কোন প্রোটিন মাইটোকন্ড্রিয়ার কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
ক. ATPase
খ. ক্যাটালেজ
গ. ট্রান্সফারেজ
ঘ. ল্যাকটেজ
উত্তর: ক. ATPase
ব্যাখ্যা: ATPase প্রোটিন মাইটোকন্ড্রিয়ায় ATP তৈরিতে সাহায্য করে।
প্রশ্ন ২০: মাইটোকন্ড্রিয়া কতটি মেমব্রেন দ্বারা আবৃত?
ক. একটি
খ. দুটি
গ. তিনটি
ঘ. চারটি
উত্তর: খ. দুটি
ব্যাখ্যা: মাইটোকন্ড্রিয়া দুটি মেমব্রেন দ্বারা আবৃত থাকে – বাইরের মেমব্রেন এবং ভেতরের মেমব্রেন।
0 Comments