এসকরবিক এসিডের সংকেত কি?
এসকরবিক এসিডের সংকেত হলো C₆H₈O₆ (C6H8O6)। এসকরবিক এসিড একটি জৈব এসিড। ভিটামিন সি এর অপর নাম এসকরবিক এসিড। এসকরবিক এসিড পানিতে দ্রবণীয়।
এসকরবিক এসিডের 3D চিত্র
ছাই রঙের বল গুলো কার্বন, সাদা বল গুলো হাইড্রোজেন ও লাল বল গুলো অক্সিজেন ।
এসকরবিক এসিড সম্পর্কে কিছু প্রশ্ন-উত্তর
এসকরবিক এসিডের (Ascorbic Acid) অপর নাম কী?
উত্তরঃ ভিটামিন সি
এসকরবিক এসিড কয় কার্বন বিশিষ্ট?
উত্তরঃ ছয়।
এসকরবিক এসিডের অভাবে কি রোগ হয়?
উত্তরঃ স্কার্ভি / স্কারভি।
সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে?
উত্তরঃ ভিটামিন সি বা এসকরবিক এসিড
0 Comments