Recent in Technology

এসকরবিক এসিডের সংকেত কি? Formula of Ascorbic Acid C6H8O6

এসকরবিক এসিডের সংকেত কি? 

এসকরবিক এসিডের সংকেত কি এসকরবিক এসিডের রাসায়নিক সংকেত  কী? গাঠনিক ছবি 3D image  Formula of ascorbic acid eskorbik esider sonket ki C6H8O6


এসকরবিক এসিডের সংকেত হলো C₆H₈O₆  (C6H8O6)। এসকরবিক এসিড একটি জৈব এসিড। ভিটামিন সি এর অপর নাম এসকরবিক এসিড। এসকরবিক এসিড পানিতে দ্রবণীয়।

এসকরবিক এসিডের 3D চিত্র

এসকরবিক এসিডের 3D চিত্র
ছাই রঙের বল গুলো কার্বন, সাদা বল গুলো হাইড্রোজেন ও লাল বল গুলো অক্সিজেন ।

এসকরবিক এসিড সম্পর্কে কিছু প্রশ্ন-উত্তর

এসকরবিক এসিডের (Ascorbic Acid) অপর নাম কী?
উত্তরঃ ভিটামিন সি 
এসকরবিক এসিড কয় কার্বন বিশিষ্ট? 
উত্তরঃ ছয়।
এসকরবিক এসিডের অভাবে কি রোগ হয়? 
উত্তরঃ স্কার্ভি / স্কারভি।
সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে?
উত্তরঃ ভিটামিন সি বা এসকরবিক এসিড

Post a Comment

0 Comments

How to make money

Ad Code