ধাঁধা উত্তর সহ ছবি
কঠিন ধাঁধাটির উত্তর হবে 81
ব্যাখ্যাঃ
১ম লাইন 32 = 25
২য় লাইন 47 = 18
৩য় লাইন 23 = 52
৪র্থ লাইন 74 = ?
ধাঁধাটির ১ম লাইন 32 = 25. সংখ্যা গুলো উল্টো করে লিখলে 23 = 52
যা ৩য় লাইনের সাথে মিল পাওয়া যাই।
তাহলে ২য় লাইন উল্টিয়ে লিখলে ৪র্থ লাইন পাওয়া যাবে।
এখানে ২য় লাইন 47 = 18 উল্টিয়ে লিখলে পাই,
74 = 81 (?)
সুতরাং এই কঠিন ধাঁধাটির উত্তর হলো 81.
0 Comments