তুতের সংকেত কি?
তুতের সংকেত হলো CuSO₄ . 5 H₂O
তুতে একটি অজৈব যৌগ। তুতের( তুঁতের ) রাসায়নিক নাম হলো পেন্টাহাইড্রেড কপার(II) সালফেট। এখানে পেন্টাহাইড্রেড মানে পাঁচ অনু পানি।
তুতের 3D গাঠনিক সংকেত চিত্র
তুতের সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর
তুতের রং কি ?
|
চিত্রঃ তুতের ছবি |
উত্তরঃ নীল রং।
ব্লু ভিট্রিয়ল এর সংকেত কী?
উত্তরঃ CuSO₄ . 5 H₂O [ তুঁতেকে ইংরেজিতে ব্লু ভিট্রিয়ল বলে।]
ব্লু ভিট্রিয়ল এবং তুতে কি একই যৌগ?
উত্তরঃ হ্যাঁ, তুঁতে এবং ব্লুভিট্রিয়ল একই যৌগ।
তুতের বর্ণ কেমন?
উত্তরঃ নীল বর্ণ।
তুতের রাসায়নিক সংকেত কি?
উত্তরঃ CuSO₄ . 5 H₂O
তুতে এবং তুঁতে এর মধ্যে কোন বানান সঠিক?
উত্তরঃ তুঁতে।
তুতের রাসায়নিক নাম কি?
উত্তরঃ পেন্টাহাইড্রেড কপার(II) সালফেট [ copper(II) sulfate pentahydrate ]. তবে সংক্ষিপ্তভাবে কপার(II) সালফেট বললেও সঠিক হবে।
রোমান ভিট্রিয়ল কি, কাকে বলা হয়?
উত্তরঃ তুঁতে হলো রোমান ভিট্রিয়ল ( roman vitriol )
তুতের আগের নাম ব্লু স্টোন, রোমান ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল ইত্যাদি।
তুতের সংকেত কোনটি?
ক) CuSO₄ . 5 H₂O
খ) FeSO₄ . 7 H₂O
গ) CuSO₄ . 55 H₂O
ঘ) H₂SO₄ . 5 H₂O
উত্তরঃ ক
0 Comments