তেঁতুলে ( তেতুলে ) কি / কোন এসিড থাকে
তেঁতুলে (তেতুলে) যে এসিড থাকে তা হলো টারটারিক এসিড ( C₄H₆O₆ )
টারটারিক এসিডের গাঠনিক সংকেত (IUPAC নাম: 2,3-dihydroxybutanedioic acid) C4H6O6।
বাংলা উচ্চারণঃ 2,3-ডাইহাইড্রক্সিবুটানেডিওয়িক অ্যাসিড।
অথবা
2,3-Dihydroxybutanedioic acid (2,3-ডাইহাইড্রক্সিসাকসিনিক এসিড)
তেঁতুল (তেতুল) সম্পর্কে কিছু সাধারণ প্রশ্ন উত্তর
তেঁতুল গাছের বৈজ্ঞানিক নাম কি?
উত্তরঃ Tamarindus indica ( ট্যামারিন্ডাস ইন্ডিকা )।
রক্তে কোলস্টেরল কমানোর কাজে কোন ফল ব্যবহার হচ্ছে?
উত্তরঃ তেঁতুল।
কোন ফলে ক্যালসিয়াম আছে?
উত্তরঃ তেঁতুল।
স্কেলিটাল ফ্রুরোসিস(skeletal fluorosis) রোগের প্রকোপ হ্রাস করতেও তেঁতুল ব্যবহৃত হয়।
0 Comments