Recent in Technology

তেঁতুলে কি এসিড থাকে? তেতুলে কোন এসিড থাকে তেঁতুল গাছের বৈজ্ঞানিক নাম

তেঁতুলে ( তেতুলে ) কি / কোন এসিড থাকে

তেঁতুলে কি এসিড থাকে? তেঁতুল গাছের বৈজ্ঞানিক নাম কি? টারটারিক এসিডের গাঠনিক সংকেত  ছবি image photo রক্তে কোলস্টেরল কমানোর কাজে কোন ফল ব্যবহার হচ্ছে?


তেঁতুলে (তেতুলে) যে এসিড থাকে তা হলো টারটারিক এসিড ( C₄H₆O₆ ) 

টারটারিক এসিডের গাঠনিক সংকেত (IUPAC নাম: 2,3-dihydroxybutanedioic acid) C4H6O6।
বাংলা উচ্চারণঃ 2,3-ডাইহাইড্রক্সিবুটানেডিওয়িক অ্যাসিড।
অথবা
2,3-Dihydroxybutanedioic acid  (2,3-ডাইহাইড্রক্সিসাকসিনিক এসিড)
তেঁতুলে কি এসিড থাকে? টারটারিক এসিডের গাঠনিক সংকেত

তেঁতুল (তেতুল) সম্পর্কে কিছু সাধারণ প্রশ্ন উত্তর

তেঁতুল গাছের বৈজ্ঞানিক নাম কি?

উত্তরঃ Tamarindus indica ( ট্যামারিন্ডাস  ইন্ডিকা )।

রক্তে কোলস্টেরল কমানোর কাজে কোন ফল ব্যবহার হচ্ছে?

উত্তরঃ  তেঁতুল। 

কোন ফলে ক্যালসিয়াম আছে?

উত্তরঃ  তেঁতুল। 

স্কেলিটাল ফ্রুরোসিস(skeletal fluorosis) রোগের প্রকোপ হ্রাস করতেও তেঁতুল ব্যবহৃত হয়।

Post a Comment

0 Comments

How to make money

Ad Code