আপেলে কোন বা কি এসিড থাকে?
আপেলে ম্যালিক এসিড ( C₄H₆O₅ ) থাকে।
ম্যালিক অ্যাসিড হল একটি জৈব যৌগ। ম্যালিক এসিডের আণবিক সংকেত C4H6O5।
আপেল সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর
আপেল গাছের বৈজ্ঞানিক নাম কি?
উত্তরঃ আপেল গাছের বৈজ্ঞানিক নাম হলো Malus domestica ( ম্যালাস ডমেস্টিকা )
আপেলের প্রজাতির সংখ্যা কত?
উত্তরঃ আপেলের প্রায় ৭,৫০০ টির বেশি পরিচিত জাত রয়েছে।
আপেলের কোন প্রজাতি সবচেয়ে বেশি চাষ হয়।
উত্তরঃ জেনাস ম্যলুস।
ম্যালিক এসিডের ইউপ্যাক ( IUPAC ) নাম কি? কী
উত্তরঃ 2-ডাইহাইড্রক্সিবুটানেডিওয়িক এসিড ( 2-Hydroxybutanedioic acid ) C₄H₆O₅
0 Comments