হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে কি প্রভাবক লাগে
হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় Fe(লৌহ)।
হেবার প্রণালীতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় সামান্য পরিমাণ Mo(মলিবডেনাম) ধাতু যদি উপস্থিত থাকে তাহলে তা প্রভাবক আয়রনের(Fe) ক্রিয়া ক্ষমতাকে বৃদ্ধি করে।
তাই মলিবডেনাম (Mo) প্রভাবক সহায়ক হিসেবে কাজ করে।
সাধারণ প্রশ্ন উত্তর
হেবার বস পদ্ধতিতে প্রভাবক সহায়ক হিসেবে কাজ করে কোনটি?
উত্তরঃ মলিবডেনাম (Mo)
0 Comments