নবম দশম শ্রেণীর গনিতের বৃত্তের mcq সৃজনশীল pdf
১. বৃত্তের ভেতরে ও বাইরে অবস্থিত দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তকে কয়টি বিন্দুতে ছেদ করবে?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
উত্তরঃ ক
২. AB ও CD জ্যা দ্বয় কোনো বৃত্তের কেন্দ্র থেকে
সমদূরবর্তী হলে কোনটি সঠিক?
ক) AB = CD
খ) AB > CD
গ) AB < CD
ঘ) AB = (1/2)
উত্তরঃ ক
৩. কোনো বৃত্তের পরস্পর লম্বভাবে অবস্থিত দুইটি জ্যা
AB ও AC এর দৈর্ঘ্য যথাক্রমে 5 সে.মি. ও 12 সে.মি.
হলে, বৃত্তটির ব্যাসার্ধ কত সে.মি.?
ক) 8.5
খ) 6
গ) 13
ঘ) 6.5
উত্তরঃ ঘ
ব্যাখ্যাঃ
চিত্রে AB AC পরস্পর লম্ব BC যোগ করলে ABC একটি সমকোণী ত্রিভুজ। অতএব BC হলো বৃত্তের ব্যাস।
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
BC =√(5+12) =13
ব্যাসার্ধ = 13/2 = 6.5
0 Comments