Recent in Technology

অ্যামোনিয়ার সংকেত লেখ ও নাইট্রোজেনের যোজ্যতা কত তা নির্ণয় করো Ammonia formula

অ্যামোনিয়ার সংকেত লেখ ও নাইট্রোজেনের যোজ্যতা কত তা নির্ণয় করো

অ্যামোনিয়ার সংকেত হলো NH₃
অ্যামোনিয়ার অণুতে একটি নাইট্রোজেন(N) ও তিনটি হাইড্রোজেন(H) পরমাণু বর্তমান।

অ্যামোনিয়ার গাঠনিক সংকেত

অ্যামোনিয়ার সংকেত লেখ ও নাইট্রোজেনের যোজ্যতা কত তা নির্ণয় করো গাঠনিক সংকেত চিত্র ammonia formula nh3
চিত্রঃ অ্যামোনিয়ার গাঠনিক সংকেত

নাইট্রোজেনের যোজ্যতা নির্ণয়

আমরা জানি,
হাইড্রোজেনের যোজনী = +1
অ্যামোনিয়ার(NH3) এর মোট যোজনী = 0(শূণ্য) 
ধরি, নাইট্রোজেন এর যোজনী = x
অতএব,
 x+3×(+1)=0
⇒ x+3=0
⇒ x = -3
সুতরাং নাইট্রোজেন এর যোজ্যতা হলো = -3

অ্যামোনিয়ার 3D গাঠনিক সংকেত

অ্যামোনিয়ার 3D গাঠনিক সংকেত চিত্র ammonia formula nh3 image
চিত্রঃঅ্যামোনিয়ার 3D গাঠনিক সংকেত

সাদা বল গুলো হাইড্রোজেন এবং কেন্দ্রে নিল বলটি হলো নাইট্রোজেন। 

Post a Comment

0 Comments

How to make money

Ad Code