অংকের ধাঁধা উত্তর সহ ছবি
ধাঁধা ১
সমাধানঃ 99
ব্যাখ্যাঃ
ত্রিভুজের তিনটি বাহু অর্থাৎ 3 এবং 3 ×3 = 9
এবং ষড়ভুজের বাহু 6 টি এবং 6×6=36
একসাথে 936
একইভাবে পঞ্চভুজ(5) ও চতুর্ভুজ(4) থেকে পাওয়া যায় 25 ও 16, একসাথে 2516
সুতরাং দুইটি ত্রিভুজের জন্য পাওয়া যায় 9 ও 9
উত্তর হবে 99
মজার অংকের ধাঁধা ২
|
ধাঁধা |
উত্তরঃ |
ধাঁধার উত্তর |
অংকের ধাঁধা ৩
নিচের ছবিটির ? চিহ্ন এর জায়গায় কি হবে।
|
অংকের ধাঁধা ১ |
উত্তরঃ 84
ধাঁধাটির ব্যাখ্যা
এখানে ১২ এর গুনিতক ৯ পর্যন্ত দেওয়া আছে।
কিন্তু মাঝখানে 12×7 = 84 এটি দেওয়া নাই।
তাই এই ধাঁধার উত্তর হবে 84.
12×1 = 12
12×2 = 24
12×3 = 36
12×4 = 48
12×5 = 60
12×6 = 72
12×7 = 84
12×8 = 96
12×9 = 108
ধাঁধা ৪
|
অংকের ধাঁধা ২ |
ধাঁধা ২ এর উত্তরঃ 10
ধাঁধাটির ব্যাখ্যা
3 টি ত্রিভজের মান 12
1 টি ত্রিভজের মান = 12/3 = 4
2 টি বৃত্তের মান 12
1 টি বৃত্তের মান 12/2 = 6
তাহলে,
একটি বৃত্ত এবং একটি ত্রিভজের মান = 4 + 6 = 10
যেহেতু বৃত্ত এবং ত্রিভজের মান গুলো যোগ করা হয়েছে তাই এক্ষেত্রেও যোগ করা হলো
মজার মজার অংকের ধাঁধা উত্তর সহ ছবি
অংকের মজার ধাঁধা ৫
|
অংকের ধাঁধা ৩ |
ধাঁধাটির উত্তর হবেঃ 13
ধাঁধা ৩ এ দেখা যায় যেকোন পদ বের করা জন্য তার আগের দুটি পদ যোগ করা হয়েছে।
যেমনঃ
৩য় পদ = 1 + 2 = 3
৪র্থ পদ = 2 + 3 = 5
৫ম পদ = 3 + 5 = 8
৬ষ্ঠ পদ = 5 + 8 = 13
সুতরাং ধাঁধাটির উত্তর = 13
মজার অংকের ধাঁধা ৬
ধাঁধাটির উত্তর নিচের ভিডিওতে দেওয়া হয়েছে
ভাল লাগলে কমেন্ট করুণ। আরও ধাঁধা উত্তর সহ দেওয়া হবে।
0 Comments