Recent in Technology

বামন চিকা প্রাণিজগতে ওজনের দিক থেকে সবচেয়ে ছোট স্তন্যপায়ী প্রাণি কি? Pygmy shrew

প্রাণিজগতে ওজনের দিক থেকে সবচেয়ে ছোট স্তন্যপায়ী প্রাণি কি?

 উত্তরঃ  বামন চিকা

বামন চিকা প্রাণিজগতে ওজনের দিক থেকে সবচেয়ে ছোট স্তন্যপায়ী প্রাণি কি?  Suncus etruscus

বামন চিকার শ্রেণীবিন্যাস

পর্ব (Phylun) : Chordata (কর্ডাটা ) 
শ্রেণী (Class) : Mammalia (ম্যামালিয়া ) 
বর্গ(Order) : Eulipotyphla ( ইউলিপোটাইফলা )
পরিবার( Family): Soricidae (সোরিসিডে)
গণ( Genus) : Suncus (Savi, 1822)
প্রজাতি( Species)  : Suncus etruscus (সানকাস এট্রাসকাস)

বামন চিকার বিষয়ে কিছু সাধারণ প্রশ্ন

1) বামন চিকার বৈজ্ঞানিক নাম কি?
উত্তরঃ Suncus etruscus 
2) বামন চিকার ইংরেজি নাম কি
উত্তরঃ Etruscan shrew, Pygmy shrewwhite-toothed pygmy shrew
3) বামন চিকার ওজন কত?
উত্তরঃ প্রায় ১.৮ গ্রাম (০.০৬৩ আউন্স)
4) বামন চিকার দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৪ সেন্টিমিটার (১.৬ ইঞ্চি)
বামন চিকার বৈজ্ঞানিক নাম কি? উত্তরঃ Suncus etruscus  বামন চিকার ইংরেজি নাম কি


5) বাংলাদেশের কোথায় বামন চিকা পাওয়া গেছে?
উত্তরঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনা মসজিদ এলাকায়।
6) বাংলাদেশে বামন চিকার সন্ধান কত সালে পাওয়া যায়?
উত্তরঃ ২০১৯ সালের অক্টোবর মাসে।
7) বামন চিকা কত দিন মায়ের দুধ পান করে?
উত্তরঃ ২০ দিন পর্যন্ত।
8) বামন চিকার জন্মের সময় ওজন কত হয়?
উত্তরঃ ০.২ গ্রাম ( ০.০০৭১ আউন্স )
9) বামন চিকার কত বয়সে চোখ ফুটে? 
উত্তরঃ ১৪ থেকে ১৬ দিন।
10) বামন চিকার গর্ভধারণকাল কত দিন?
উত্তরঃ ২৭ থেকে ২৮ দিন।

Post a Comment

0 Comments

How to make money

Ad Code