ফিমার কি ফিমারের বৈশিষ্ট কোনটি
ফিমার কি
মানুষের পশ্চাৎপদের ঊর্ধ্ব পায়ের (ঊরুর অস্থি) অস্থিকে ফিমার বলে।
ফিমারের বৈশিষ্ট কি
১.ফিমার (femur) শক্ত, নলাকার ও দেহের বৃহত্তম অস্থি।
২. ঊর্ধ্বপ্রান্তে মস্তক, গ্রীবা, বড় ও ছোট ট্রোক্যান্টার অবস্থিত।
৩. অস্থির পশ্চাত্তল অমসৃণ আলযুক্ত ।
৪. ফিমারের নিম্নপ্রান্তটি প্রসারিত হয়ে দুটি কন্ডাইল (মিডিয়াল ও ল্যাটারাল) গঠন করে।
৫. ফিমারের দুই কন্ডাইলের মাঝখানে আন্তঃকভাইলার নচ নামক গর্ত রয়েছে।
|
Figer: femar (ফিমার) |
ফিমার সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর
১. দেহের দে সবচেয়ে বড় অস্থি বা হাড় কোনটি?
উত্তরঃ ফিমার
২. ফিমারের দুই কন্ডাইলের মাঝখানে কি থাকে?
উত্তরঃ আন্তঃকভাইলার নচ নামক গর্ত আছে।
৩. আন্তঃকভাইলার নচ নামক গর্তে কি থাকে?
উত্তরঃ প্যাটেলা নামক একটি প্রায় তি কণাকার ও চ্যাপ্টা অস্থি এই গর্তে অবস্থিত।
৪. ফিমার হাড় কোথায় থাকে?
উত্তরঃ পায়ের ঊরুতে (মানুষের পশ্চাৎপদ এর উপরের অস্থি)
৫. হাঁটুর উপরের অংশকে কি বলে?
উত্তরঃ ফিমার
৬. মানবদেহের সবচেয়ে বড় অস্থির বা হাড়ের নাম কি
উত্তরঃ ফিমার(femur)
৭. ফিমারের মস্তক কোথায় আটকানো থাকে?
উত্তরঃ শ্রোণী অস্থিচক্রের ইলিয়াম, ইশ্চিয়াম ও পিউবিসের সংযোগস্থলে অ্যাসিটাবুলাম নামে একটি অগভীর অংশ রয়েছে। এতে ফিমারের মস্তক আটকানো থাকে।
0 Comments