জেনন নিস্ক্রিয়া গ্যাস হওয়া সত্ত্বেও কিভাবে যৌগ গঠন করে
জেনন এবং ফ্লোরিনের 1:5 অনুপাতের মিশ্রণকে 400°C তাপমাত্রায় এবং 6atm চাপে নিকেল পাত্রে উত্তপ্ত করে এবং ঠাণ্ডা পানিতে দ্রুত ঠাণ্ডা করে জেনন টেট্রাফ্লোরাইড ( XeF₄ অথবা XeF4)উৎপন্ন করা হয়। জেনন টেট্রাফ্লোরাইড এর উৎপাদন বা তৈরির বিক্রিয়াঃ
Ni পাত্র
Xe + 2F₂ → XeF₄
400° C
জেনন টেট্রাফ্লোরাইড XeF4 এর সংকরায়ন
জেননের sp³d² সংকরণ থেকে দেখা যায় যে, 6টি সংকরিত sp³d² অরবিটালের মধ্যে অক্ষীয় অরবিটাল দুটি একজোড়া করে মুক্ত জোড় ইলেকট্রন ধারণ করে অন্য চারটি বিজোড় ইলেকট্রনধারী চারটি সংকরিত অরবিটাল 4টি F এর 2px-অরবিটালের সাথে সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে XeF₄ যৌগ গঠন করে। এ জোড়া বন্ধন এবং 2 জোড়া যুক্ত জোড় ইলেকট্রন অষ্টকতীলয় বিন্যাস থাকলেও 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন অক্ষীয় অবস্থানে থাকায় XeF₄ গঠন অষ্টকতলীয় না হয়ে সমতলীয় বর্গাকার হয়।
|
জেনন টেট্রাফ্লোরাইড XeF4 এর গঠন চিত্র |
আরও পড়ুনঃ⬇️
0 Comments