Recent in Technology

জেনন নিস্ক্রিয়া গ্যাস হওয়া সত্ত্বেও কিভাবে যৌগ গঠন করে? জেনন টেট্রাফ্লোরাইড XeF4 এর সংকরায়ন inert gases

জেনন নিস্ক্রিয়া গ্যাস হওয়া সত্ত্বেও কিভাবে যৌগ গঠন করে

জেনন এবং ফ্লোরিনের 1:5 অনুপাতের মিশ্রণকে 400°C তাপমাত্রায় এবং 6atm চাপে নিকেল পাত্রে উত্তপ্ত করে এবং ঠাণ্ডা পানিতে দ্রুত ঠাণ্ডা করে জেনন টেট্রাফ্লোরাইড ( XeF₄ অথবা XeF4)উৎপন্ন করা হয়। জেনন টেট্রাফ্লোরাইড এর উৎপাদন বা তৈরির বিক্রিয়াঃ
              Ni পাত্র
Xe + 2F₂     →          XeF₄
               400° C

জেনন টেট্রাফ্লোরাইড XeF4 এর সংকরায়ন

জেনন নিস্ক্রিয়া গ্যাস হওয়া সত্ত্বেও কিভাবে যৌগ গঠন করে? জেনন টেট্রাফ্লোরাইড XeF4 এর সংকরায়ন
জেননের sp³d²  সংকরণ থেকে দেখা যায় যে, 6টি সংকরিত sp³d² অরবিটালের মধ্যে অক্ষীয় অরবিটাল দুটি একজোড়া করে মুক্ত জোড় ইলেকট্রন ধারণ করে অন্য চারটি বিজোড় ইলেকট্রনধারী চারটি সংকরিত অরবিটাল 4টি F এর 2px-অরবিটালের সাথে সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে XeF₄ যৌগ গঠন করে। এ জোড়া বন্ধন এবং 2 জোড়া যুক্ত জোড় ইলেকট্রন অষ্টকতীলয় বিন্যাস থাকলেও 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন অক্ষীয় অবস্থানে থাকায় XeF₄ গঠন অষ্টকতলীয় না হয়ে সমতলীয় বর্গাকার হয়।
জেনন টেট্রাফ্লোরাইড XeF4 এর গঠন চিত্র
জেনন টেট্রাফ্লোরাইড XeF4 এর গঠন চিত্র
আরও পড়ুনঃ⬇️

Post a Comment

0 Comments

How to make money

Ad Code