থ্যালাসেমিয়া রোগের অপর নাম কী
থ্যালাসেমিয়া রোগের অপর নাম হলো মেডিটেরানিয়ান এনিমিয়া (Mediterranean anemia) , Thalassaemia.
অনেকে এ রোগকে অ্যানিমিয়া বলে। কারন থ্যালাসেমিয়া রোগের প্রধান লক্ষণ রক্তসল্পতা বা অ্যানিমিয়া,যা লোহিত রক্তকণিকার অভাব।
থ্যালাসেমিয়া রোগের লক্ষন বা উপসর্গগুলো কি?
- রক্তস্বল্পতা অর্থাৎ হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকার অভাব।
- ক্লান্তি, অবসাদ।
- শ্বাসকষ্ট।
- ফ্যাকাশে ত্বক।
- জন্ডিস হয়ে ত্বক হলুদ হয়।
- প্রস্রাবও হলুদ হতে পারে।
0 Comments