Recent in Technology

সর্পিল ক্লিভেজ কি প্যাচানো ক্লিভেজ কাকে বলে সর্পিল ক্লিভেজ কোন পর্বের প্রাণিদের দেখা যায় Spiral cleavage

সর্পিল প্যাচানো ক্লিভেজ কি বা কাকে বলে

সর্পিল ক্লিভেজ (Spiral cleavage) : উপরের ব্লাস্টোমিয়ারগুলি নীচের সারির ব্লাস্টোমিয়ারের সঙ্গে স্থান পরিবর্তন করে। অর্থাৎ অনেকটা প্যাঁচানো বিন্যাস দেখা যায়। একে সর্পিলাকার ক্লিভেজ বলে।
সর্পিল ক্লিভেজ কি প্যাচানো ক্লিভেজ কাকে বলে সর্পিল ক্লিভেজ কোন পর্বের প্রাণিদের Spiral cleavage
প্রথম ও দ্বিতীয় ক্লিভেজের পর তৃতীয় ক্রিভেজের সময় অ্যানিমেল মেরু (animal pole = জাইগোটের যে প্রান্তে নিউক্লিয়াস থাকে)-এর ব্রাস্টোমিয়ারসমূহ ভেজিটাল মেরু (vegetal pole = জাইগোটের যে প্রান্তে সাইটোপ্লাজম থাকে)-এর ব্লাস্টোমিয়ারগুলোর সাথে চক্রাকারে সামান্য স্থান পরিবর্তন করে। তখন এরূপ ক্লিভেজকে ঘূর্ণন বা সর্পিল ক্লিভেজ বলে।

কোন পর্বের প্রাণিদের সর্পিল ক্লিভেজ দেখা যায়?

উদাহরণঃ Annelida ও Mollusca পর্বের প্রাণীদের সর্পিল(সরপিল) ক্লিভেজ।

আরও পড়ুনঃ

Post a Comment

0 Comments

How to make money

Ad Code