সর্পিল প্যাচানো ক্লিভেজ কি বা কাকে বলে
সর্পিল ক্লিভেজ (Spiral cleavage) : উপরের ব্লাস্টোমিয়ারগুলি নীচের সারির ব্লাস্টোমিয়ারের সঙ্গে স্থান পরিবর্তন করে। অর্থাৎ অনেকটা প্যাঁচানো বিন্যাস দেখা যায়। একে সর্পিলাকার ক্লিভেজ বলে।
প্রথম ও দ্বিতীয় ক্লিভেজের পর তৃতীয় ক্রিভেজের সময় অ্যানিমেল মেরু (animal pole = জাইগোটের যে প্রান্তে নিউক্লিয়াস থাকে)-এর ব্রাস্টোমিয়ারসমূহ ভেজিটাল মেরু (vegetal pole = জাইগোটের যে প্রান্তে সাইটোপ্লাজম থাকে)-এর ব্লাস্টোমিয়ারগুলোর সাথে চক্রাকারে সামান্য স্থান পরিবর্তন করে। তখন এরূপ ক্লিভেজকে ঘূর্ণন বা সর্পিল ক্লিভেজ বলে।
কোন পর্বের প্রাণিদের সর্পিল ক্লিভেজ দেখা যায়?
উদাহরণঃ Annelida ও Mollusca পর্বের প্রাণীদের সর্পিল(সরপিল) ক্লিভেজ।
আরও পড়ুনঃ
0 Comments