লাল ভিট্রিয়ল এর সংকেত কি
লাল ভিট্রিয়ল এর সংকেত হলো CoSO₄.7H₂O
রেড বা লাল ভিট্রিয়লের রাসায়নিক নাম কোবাল্ট(II) সালফেট হেপ্টাহাইড্রেড। সাত অনু পানি আছে তাই হেপ্টাহাইড্রেড বলা হয়েছে।যেমন একটি হলে মনো, দুইটি হলে ডাই,.... ছয়টি হলে হেক্সা ইত্যাদি। হাইড্রেড দ্বারা পানি বোঝানো হয়। লাল ভিট্রিয়ল (Red Vitriol ) একটি অজৈব যৌগ বা লবন।
|
চিত্রঃ লাল ভিট্রিয়লের সংকেত |
লাল ভিট্রিয়লের ইউপ্যাক ( IUPAC ) রাসায়নিক নাম |
কোবাল্ট(II) সালফেট [ Cobalt(II) Sulfate ]
অন্যান্য নাম সমুহঃ কোবালটাস সালফেট ( cobaltous sulfate ),
কোবাল্ট সালফেট এর বানিজ্যিক নাম কি?
লাল বা রেড ভিট্রিয়ল হলো কোবাল্ট সালফেটের বানিজ্যিক নাম।
0 Comments