করোনার লক্ষণ কি কি বাংলা
- কাশি ও জ্বর
- শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা চাপ,
- মাংসপেশী বা শরীরে ব্যথা,
- মাথাব্যথা, গলা ব্যথা।
- নাক দিয়ে পানি পড়া।
- স্বাদ বা গন্ধ হারানো।
- পেটে ব্যথা, ডায়েরিয়া।
- ত্বকে ফুসকুড়ি উঠা।
কি লক্ষণ দেখা দিলে জরুরি পরিক্ষা(করোনা টেস্ট ) বা চিকিৎসার প্রয়োজন হয়
যে সব লক্ষন গুলো দেখা দিলে চিকিৎসার প্রয়োজনঃ
- নীল ঠোঁট বা মুখ।
- ঘুম না ভাঙ্গা, বিভ্রান্তি।।
- শ্বাস নিতে অসুবিধা।
- দ্রুত বা অগভীর শ্বাস।
- শ্বাস নেওয়ার সময় কুঁকড়ে যাওয়া।
- বুকে ব্যথা বা চাপ অনুভব করা।
- কোনো কিছু পান করার অক্ষমতা।
0 Comments