Recent in Technology

কাদুনে গ্যাসের সংকেত কি? কাঁদুনে বা টিয়ার গ্যাস গাঠনিক সংকেত চিত্র What is the chemical formula of tear gas CCl3NO2

কাদুনে (কাঁদুনে) গ্যাসের সংকেত কি?

কাদুনে গ্যাসের সংকেত হলোঃ CCl₃-NO₂ (CCl3-NO2)
এই গ্যাস চোখের সংস্পর্শে আসলে চোখ দিয়ে পানি ঝরে এই জন্য একে কাদুনে বা টিয়ার(tear) গ্যাস বলে। Tear শব্দের অর্থ অশ্রুজল বা চোখের পানি।
কাদুনে গ্যাসের সংকেত কি? কাঁদুনে বা টিয়ার গ্যাস গাঠনিক সংকেত চিত্র ছবি What is the chemical formula of tear gas CCl3NO2

কাঁদুনে গ্যাসের প্রভাবে কি হয়?

টিয়ার বা কাঁদুনে গ্যাসের প্রভাবে কান্না, হাঁচি, কাশি, শ্বাস নিতে অসুবিধা, চোখে ব্যথা এবং সাময়িক অন্ধত্ব হয়।

বিঃদ্রঃ এই গ্যাসের সঠিক বাংলা বানান হবে কাঁদুনে গ্যাস।

কাদুনে গ্যাসের গাঠনিক সংকেত নিম্নরূপ

কাঁদুনে গ্যাসের গাঠনিক সংকেত ছবি চিত্র ডাউনলোড  কাদুনে গ্যাস kadune gas tear gas
চিত্রঃ কাঁদুনে গ্যাসের গাঠনিক সংকেত 


Post a Comment

0 Comments

How to make money

Ad Code