ফিনাইল অ্যামিন অপেক্ষা মিথাইল অ্যামিন তীব্র ক্ষার কেন?
ফিনাইল অ্যামিন (C₆H₅NH₂) অপেক্ষা মিথাইল অ্যামিন ( CH₃NH₂ ) তীব্র ক্ষার।
কারণ C₆H₅NH₂ এর নাইট্রোজেন( N ) পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল ( 2s² ) আংশিকভাবে বেনজিন বলয়ের সঞ্চারণশীল পাই (π) ইলেকট্রনের সাথে মিলিত হয়। ফলে নাইট্রোজেন পরমাণুর নিসঃঙ্গ ইলেকট্রন যুগল বেনজিন বলয়ের দিকে আকৃষ্ট থাকে। তখন প্রোটনের সাথে নাইট্রোজেন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের সন্নিবেশ বন্ধন গঠনের সুযোগ কমে যায়।
|
ফিনাইল অ্যামিন |
অপরদিকে মিথাইল অ্যামিনে উপস্থিত মিথাইল মূলক ধনাত্মক আবেশীয় ফল দ্বারা নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। ফলে মিথাইল অ্যামিনের প্রোটন গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়। তাই ফিনাইল অ্যামিন, মিথাইল অ্যামিন অপেক্ষা দুর্বল ক্ষারক।সুতরাং
ফিনাইল অ্যামিন (C6H5NH2), অপেক্ষা মিথাইল অ্যামিন(CH3NH2) তীব্র ক্ষারক।
বিঃদ্রঃ ফিনাইল অ্যামিন ও অ্যানিলিন একটাই যৌগ।
আরও পড়ুন
0 Comments