নিচের কোনটি অলিফিন?
ক) C₂H₆
খ) C₂H₂
গ) C₂H₄
ঘ) C₃H₈
উত্তরঃ গ
ব্যাখ্যাঃ
কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন কে অ্যালকিন বা অলিফিন বলে।
|
চিত্রঃ ইথিন( অ্যালকিন বা অলিফিন) |
C₂H₄ হলো অ্যালকিন বা অলিফিন।
কারন অ্যালকিনের সাধারন সংকেত CₙH₂ₙ এর সাথে C₂H₄ মিলে যায়।
n = 2, তাহলে 2n = 2×2 = 4
তাহলে n এবং 2n এর মান C₂H₄ এর সাথে মিল এবং এতে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান।
সুতরাং C₂H₄ (ইথিন) একটি অলিফিন যৌগ।
অলিফিনের উদাহরণঃ
ইথিন,প্রোপিন,বিউটিন ইত্যাদি।
0 Comments