Recent in Technology

পাইরোল একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা কর C4H4NH or C4H5N pyrrole is a aromatic compound bangla

পাইরোল (pyrrole) একটি অ্যারোমেটিক যৌগ

পাইরোলের সংকেত হলো C₄H₄NH অথবা C₄H₅N ( C4H4NH ) এবং গাঠনিক সংকেত নিম্নরূপঃ
পাইরোল একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা কর পাইরোলের গাঠনিক সংকেত কি ছবি C4H4NH or C4H5N pyrrole is a aromatic compound bangla
চিত্রঃ পাইরোলের গাঠনিক সংকেত
যেসব বৈশিষ্ট্য পাইরোলে বিদ্যমান থাকায় পাইরোল অ্যারোমাটিক যৌগ তা হলো-
১. পাইরোলের গঠন সমতলীয় ও চক্রাকার ।
২. সমতলীয় চাক্রিক কাঠামোর উপরে ও নিচে সঞ্চালনশীল আণবিক অরবিটাল বিদ্যমান ।
৩. পাইরোলে( pyrrole ) একান্তর দ্বি-বন্ধন বিদ্যমান ।
৪. পাইরোল ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে ।
৫. এর অণুতে রেজোন্যান্স ঘটে।
৬. পাইরোল অণুতে বিষম পরমাণু হতে ১ জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন অনুরণনে অংশ নেয় ।
৭. হাকেল নীতি অনুসারে পাইরোলে (4n+2) সংখ্যক পাই ( π ) ইলেকট্রন বিদ্যমান যেখানে n = 0,1,2,3....... ইত্যাদি পূর্ণ সংখ্যা হবে।

হাকেল নীতি অনুসারে পাইরোল একটি অ্যারোমাটিক যৌগ তা প্রমান করা যায়

পাইরোলের গাঠনিক সংকেত কি C4H4NH or C4H5N
চিত্রঃপাইরোলের গাঠনিক সংকেত
উপরের সংকেত টিও পাইরোলের গাঠনিক সংকেত 
প্রমানঃ
পাইরোলে 6 টি পাই ( π ) ইলেকট্রন আছে।
এখানে,
      4n + 2 = 6
বা, 4n = 6 - 2
বা, 4n = 4
বা, n  = 4/4
বা, n = 1
যেহেতু  n = 1 একটি পূর্ণ সংখ্যা। সেহেতু পাইরোল একটি অ্যারোমেটিক যৌগ।

Post a Comment

0 Comments

How to make money

Ad Code