Recent in Technology

এশিয়ার প্রথম পানি জাদুঘর কোনটি এবং কোথায়? বাংলাদেশ first water Museum in Asia Bangladesh

এশিয়ার প্রথম পানি জাদুঘর

পটুয়াখালী জেলার কলাপাড়া নামক উপজেলার পানি জাদুঘর। 

এশিয়ার প্রথম পানি জাদুঘর কোনটি কোথাও অবস্থিত? কলাপড়া পটুয়াখালী kalapra Patuakhali

বাংলাদেশের একমাত্র পানি জাদুঘরটি পটুয়াখালী জেলার কলাপাড়া( খেপুপাড়া নামেও পরিচিত ) নামক উপজেলায় অবস্থিত। এটি স্থাপিত হয় ২০১৪ সালের ২৯ ডিসেম্বর। বিশ্বের অষ্টম ও দক্ষিণ এশিয়ার প্রথম পানি জাদুঘরটির উদ্বোধন করা হয়

সাদা কাঁচের বোতলে সারি সারি সাজানো দেশি-বিদেশি ৮৭টি নদীর পানি। যার মধ্যে নেপাল, ভারত, ভুটান, মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা আন্তঃদেশীয় ৫৭টি নদ-নদীর পানি এবং ৩০টি দেশীয় নদ-নদীর পানি রয়েছে।
এশিয়ার প্রথম পানি জাদুঘর কোনটি কোথাও অবস্থিত? কলাপড়া পটুয়াখালী

কোন সংস্থা নির্মানের উদ্যোক্তা?

নির্মাণের উদ্যোক্তা বেসরকারি সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশ। বুয়েটের সহযোগিতায় জাদুঘরের নকশা প্রণয়নসহ বিভিন্ন কাজ করা হয়েছে।



Post a Comment

0 Comments

How to make money

Ad Code