এশিয়ার প্রথম পানি জাদুঘর
পটুয়াখালী জেলার কলাপাড়া নামক উপজেলার পানি জাদুঘর।
বাংলাদেশের একমাত্র পানি জাদুঘরটি পটুয়াখালী জেলার কলাপাড়া( খেপুপাড়া নামেও পরিচিত ) নামক উপজেলায় অবস্থিত। এটি স্থাপিত হয় ২০১৪ সালের ২৯ ডিসেম্বর। বিশ্বের অষ্টম ও দক্ষিণ এশিয়ার প্রথম পানি জাদুঘরটির উদ্বোধন করা হয়
সাদা কাঁচের বোতলে সারি সারি সাজানো দেশি-বিদেশি ৮৭টি নদীর পানি। যার মধ্যে নেপাল, ভারত, ভুটান, মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা আন্তঃদেশীয় ৫৭টি নদ-নদীর পানি এবং ৩০টি দেশীয় নদ-নদীর পানি রয়েছে।
কোন সংস্থা নির্মানের উদ্যোক্তা?
নির্মাণের উদ্যোক্তা বেসরকারি সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশ। বুয়েটের সহযোগিতায় জাদুঘরের নকশা প্রণয়নসহ বিভিন্ন কাজ করা হয়েছে।
0 Comments