Recent in Technology

ট্রাইমিথাইল অ্যামিন ডাইমিথাইল অ্যামিন অপেক্ষা দুর্বল ক্ষারক কেন গাঠনিক সংকেত C3H9N ও C2H6NH Tri methyle dimethyle amine

ট্রাইমিথাইল অ্যামিন ডাইমিথাইল অ্যামিন অপেক্ষা দুর্বল ক্ষারক

ট্রাইমিথাইল অ্যামিন ডাইমিথাইল অ্যামিন অপেক্ষা দুর্বল ক্ষারক কেন ট্রাইমিথাইল ও ডাইমিথাইল অ্যামিনের গাঠনিক সংকেত ছবি (CH₃)₃-N  C3H9N  (CH₃)₂-NH C2H6NH   Dimethyle amine trimethyle amine

ডাইমিথাইল অ্যামিনে দুটি ইলেকট্রন দানকারী মিথাইল মূলক (-CH₃) যুক্ত আছে। অপরপক্ষে, ট্রাইমিথাইল অ্যামিনে তিনটি ইলেকট্রন দানকারী মিথাইল (-CH₃) মূলক যুক্ত আছে। ফলে ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষারধর্ম অধিক হওয়ার কথা। কিন্তু বাস্তবে ডাইমিথাইল অ্যামিন অধিক ক্ষারধর্মী । কারণ ট্রাইমিথাইল অ্যামিনের বেলায় একটি N (নাইট্রোজেন) -পরমাণুতে তিনটি বড় আকারের মিথাইল মূলক যুক্ত থাকায় এই মূলকগুলো পরস্পরের মধ্যে বিকর্ষণজনিত কারণে N-পরমাণুকে চারদিকে প্রায় ঘেরাও করে রাখে। ফলে N - পরমাণুতে প্রোটন (H⁺) আগমনে বাধা পায়। এই বাধাকে স্টেরিক বাধা বলে । এই স্টেরিক বাধার কারণে ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষারীয় ক্ষমতা হ্রাস পায় অর্থাৎ ট্রাইমিথাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন অপেক্ষা দুর্বল ক্ষারক ।

অথবা বলা যায়ঃ

ডাইমিথাইল অ্যামিন, ট্রাইমিথাইল অ্যামিন অপেক্ষা বেশি বা শক্তিশালী ক্ষারক।

ট্রাইমিথাইল অ্যামিন এর সংকেত কি?

উত্তরঃ (CH₃)₃-N   or,  [ C3H9N  ]

ডাইমিথাইল অ্যামিন এর সংকেত কি?

উত্তরঃ (CH₃)₂-NH  or,   [ C2H6NH  ]

Related post:

Post a Comment

0 Comments

How to make money

Ad Code