প্রশ্ন ১ঃ f(x) এং g(x) দুটি ফাংশন এমনভাবে বর্ণিত যে, f(x)= x³ - 6x² + 11x -6 এবং g(x) = x² + k²x² - 4x - 8
ক) f(-1) নির্নয় কর।
খ) k এর কোন মানের জন্য g(-2) = 8 হবে?
গ) x এর মান A সেটের সদস্য হলে P(A) নির্ণয় কর। যখন f(x) = 0.
ক) দেওয়া আছে, f(x) = x³ - 6x² + 11x -6
অতএব, f(-1) = (-1)³ - 6(-1)² + 11(-1) -6
= - 1 - 6 - 11 - 6
= - 24 (Ans.)
খ) দেওয়া আছে, g(x) = x² + k²x² - 4x - 8
g(-2) = (-2)² + k²(-2)² - 4(-2) - 8
= 4 + 4k² + 8 - 8 - = 4 + 4k²
সুতরাং, g(-2) = 8
⇒ 4 + 4k² = 8 [ g(-2) এর মান বসিয়ে ]
⇒ 4k² = 8 - 4
⇒ 4k² = 4
⇒ k² = 1
অতএব, k = 1, -1 (Ans.) [ বর্গমূল করে ]
গ) দেওয়া আছে x³ - 6x² + 11x -6
f(1) = 1³ - 6(1)² + 11(1) -6
= 1 - 6 + 11 - 6
= 0
অতএব, (x - 1), f(x) এর একটি উৎপাদক।
এখন f(x) = x³ - 6x² + 11x -6
= x³ - x² - 5x² + 5x + 6x -6
= x²(x - 1) - 5x(x - 1) + 6(x - 1)
= (x-1)(x² - 5x + 6)
= (x-1)(x² - 3x - 2x + 6)
= (x-1){x(x - 3) - 2(x - 3)}
= (x-1)(x - 3)(x - 2)
দেওয়া আছে, f(x) = 0
সুতরাং, (x-1)(x - 3)(x - 2) = 0
x - 1 = 0 অথবা x - 3 = 0 অথবা x - 2 = 0
⇒ x = 1 অথবা ⇒ x = 3 অথবা ⇒ x = 2
দেওয়া আছে x এর মান A সেটের সদস্য।
অতএব, A = {1,2,3}
P(A) = { Φ, {1},{2},{3},{1,2},{13},{2,3},{1,2,3}}
আরও পড়ুন↓↓
0 Comments