অ্যামিনো এসিড এর সংকেত
প্রোটিনের মনোমার হলো অ্যামিনো বা অ্যামাইনো এসিড। প্রোটিন এসিড-ক্ষার ও এনজাইম দ্বারা আদ্রবিশ্লেষিত হয়ে অ্যামাইনো ( অ্যামিনো ) এসিডে পরিণত হয় । জৈব এসিডের কার্বনে -NH2 মূলক যুক্ত থাকলে তাকে অ্যামাইনো এসিড বা α-অ্যামাইনো এসিড বলা হয়। অ্যামিনো এসিডের সাধারণ সংকেত নিম্নরূপঃ RCHNH₂COOH
|
অ্যামিনো এসিড এর সাধারণ সংকেত |
বিঃদ্রঃ
অ্যামিনো এসিড, অ্যামাইনো এসিড, এমিনো এসিড এমাইনো এসিড এগুলো একটাই যৌগ।
কিন্তু ইংরেজি শব্দ amino এর বিভিন্ন রকম বাংলা উচ্চারণ।একেক রসায়নবিদ একেক উচ্চারণ করে।
R এর ভিন্নতার জন্য অ্যামিনো এসিডসমূহের রাসায়নিক প্রকৃতি ভিন্ন হয়।যেমনঃ-
এখানে R হলো অ্যালকাইল মূলক এবং এর সাধারণ সংকেত হলো CₙH₂ₙ₊₁
গ্লাইসিন এ R = H . এলানিন এ R = CH₃ এগুলো দুইটিই অ্যামাইনো এসিড।
আরো পড়ুনঃ
0 Comments