Recent in Technology

ক্লিভেজ কি বা সম্ভেদ কাকে বলে ক্লিভেজ বায়োলজি বলতে কি বুঝো ? What is Cleavage or segmentation or cellulation

ক্লিভেজ কি? ক্লিভেজ বলতে কী বুঝো?

সংজ্ঞাঃ যে প্রক্রিয়ায় এককোষী জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভক্ত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি করে, তাকে ক্লিভেজ বা সেগমেনটেশন (Cleavage or segmentation or cellulation) বা সম্ভেদ বলে।

ক্লিভেজ (Cleavage) দশা : 

জাইগোট দ্রুত মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হতে থাকে। যে পদ্ধতিতে জাইগোট মাইটোসিস বিভাজনের প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্যা ভ্রূণকোষ সৃষ্টি করে তাকে ক্লিভেজ বা সম্ভেদ বলে। ক্লিভেজে সৃষ্ট ভ্রূণের প্রতিটি কোষকে ব্লাস্টোমিয়ার (blastomere) বলে। ক্লিভেজ পদ্ধতিতে জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে যে ক্ষুদ্র বহুকোষী নিরেট বলের মতো কোষপুঞ্জ গঠন করে তাকে মরুলা (morula) বলে। মরুলা হলো আদি ভ্রূণ। মরুলা ডিম্বনালি বা ফেলোপিয়ান নালি (oviduct or fallopian tube) থেকে জরায়ুতে এসে পৌঁছায় এবং পুনরায় বিভাজিত হয়ে একস্তরী তরলপূর্ণ ফাঁপা বলের আকার ধারণ করে, তখন তাকে ব্লাস্টুলা (blastula) বা ব্লাস্টোসিস্ট বলে। ভ্রূণ ব্লাস্টুলায় পরিণত হলেই ক্লিভেজ ( Cleavage )  দশা শেষ হয়।
ক্লিভেজ কি বা সম্ভেদ কাকে বলে ক্লিভেজ বলতে কি বুঝো ? What is Cleavage or segmentation or cellulation


Post a Comment

0 Comments

How to make money

Ad Code