Recent in Technology

Hsc মহাকর্ষ ও অভিকর্ষ সৃজনশীল প্রশ্ন উত্তর hsc পদার্থবিজ্ঞান ১ম পত্র সৃজনশীল প্রশ্ন উত্তর একাদশ দ্বাদশ শ্রেণির gravitation and gravity

মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর hsc পদার্থবিজ্ঞান ১ম পত্র সৃজনশীল প্রশ্ন উত্তর

প্রশ্ন  একটি উপগ্রহ পৃথিবীর কাছাকাছি একটি বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে। পৃথিবীর ব্যাসার্ধ 6400 km এবং g = 9.8 ms⁻² । 
ক. উপগ্রহটির কক্ষীয় বেগ নির্ণয় কর।
খ উপগ্রহটিকে অতিরিক্ত কত বেগ দিলে সেটি পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাকাশে চলে যাবে- ব্যাখ্যা কর
মহাকর্ষ ও অভিকর্ষ সৃজনশীল প্রশ্নের উত্তরঃ
মহাকর্ষ ও অভিকর্ষ সৃজনশীল প্রশ্নের উত্তর hsc পদার্থবিজ্ঞান ১ম পত্র
খ) দেওয়া আছে, 
পৃথিবীর ব্যাসার্ধ, R = 6400 km = 6.4 × 10³ m
g = 9.8ms⁻²
‘ক’ হতে পাই, উপগ্রহটির বেগ, v = 7919.6 ms⁻¹
Ve পৃথিবী পৃষ্ঠে এবং এর সন্নিকটে মুক্তিবেগ v. হলে, আমরা জানি,
Ve = √(2gR) = √(2 × 9.8 × 6.4 × 10³) = 11200 ms⁻¹
অতএব, পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাকাশে চলে যেতে হলে কৃত্রিম উপগ্রহটিকে অতিরিক্ত বেগ প্রদান করতে হবে,
= Ve - v = (11200 – 7919.6) ms⁻¹
= 3280.4 ms⁻¹ 
সুতরাং উপরোক্ত বিশ্লেষণ হতে বলা যায়, উপগ্রহটিকে অতিরিক্ত 3280.4 ms⁻¹ বেগ দিলে সেটি পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাকাশে চলে যাবে।

প্রশ্ন। পৃথিবীর পৃষ্ঠ হতে 36000 km উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করছে। বাংলাদেশ জিম্বাবুয়ের একদিনের আন্তর্জাতিক ম্যাচ শেরে-বাংলা স্টেডিয়াম হতে সরাসরি সম্প্রচার করার জন্য উপগ্রহটির ট্রান্সমিটারের যোগাযোগ স্থাপন করা হলো। পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶ m এবং পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ 9.8 ms⁻²।
ক. পৃথিবীর গড় ঘনত্ব নির্ণয় কর ।
খ. কৃত্রিম উপগ্রহটির সাহায্যে ম্যাচটি সরাসরি সম্প্রচার সম্ভব কি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
সৃজনশীল প্রশ্নটির সমাধানঃ পদার্থবিজ্ঞান প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন উত্তর
মহাকর্ষ ও অভিকর্ষ সৃজনশীল প্রশ্ন উত্তর hsc পদার্থবিজ্ঞান ১ম পত্র সৃজনশীল প্রশ্ন উত্তর একাদশ দ্বাদশ শ্রেণির gravitation and gravity
পদার্থবিজ্ঞান প্রথম ১ম পত্র সৃজনশীল প্রশ্ন উত্তর মহাকর্ষ অভিকর্ষ 

Post a Comment

2 Comments

  1. শুধু একটা সৃজনশীল প্রশ্ন 😣

    ReplyDelete
  2. the time you are you

    ReplyDelete

How to make money

Ad Code