নবম দশম শ্রেণির গনিত পরিসংখ্যান mcq বহুনির্বাচনি প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্ন এস এস সি পরিক্ষা ssc exam
১.গণসংখ্যা বহুভুজ নির্ণয়ের কয়টি পদ্ধতি?
ক)2 খ) 3 গ) 4 গ) 5
উত্তরঃ ক
[ এস এস সি গনিত পরিক্ষা ২০২২ ]২. কোনটি অবিচ্ছিন্ন চলক
ক) শ্রেণীতে ছাত্র সংখ্যা
খ) কোন পরিবারে শিশুর সংখ্যা
গ) বাজারের চালের মূল্য
ঘ) কোন পুকুরের মাছের সংখ্যা
উত্তরঃ গ
৩. 1 থেকে 20 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা গুলোর মধ্যক কত?
ক) ১২
খ) ১৫
গ) ৯
ঘ) ২১
উত্তরঃ ক
৪. জুলাই মাসের ৭ দিনের তাপমাত্রা যথাক্রমে ৩৫°, ৪০°, ৩৭°,৪১°,৩২°,৪৪°,৩০° সে.। শ্রেণিব্যাপ্তি ৩ হলে শ্রেণি সংখ্যা কত?
ক) ৪
খ) ৫
গ) ৭
ঘ) ৩
উত্তরঃ খ
৫. আয়তো লেখ আঁকতে
i. X -অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণিসীমা নেয়া হয়
ii. Y -অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নেওয়া হয়
iii. Y -অক্ষ বরাবর গণসংখ্যা নেওয়া হয়
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ গ
৬. কোন পত্তের পরিসর 36 এবং শ্রেণি ব্যবধান 5 হলে শ্রেনি সংখ্যা কত?
ক) 6
খ) 8
গ) 9
ঘ) 5
উত্তরঃ খ
৭. সারণিভূক্ত করণ এর ক্ষেত্রে প্রথমে কোনটি নির্ণয় করা হয়?
ক) শ্রেণি সংখ্যা
খ) শ্রেণি ব্যবধান
গ) পরিসর
ঘ) গণসংখ্য
উত্তরঃ গ
৮. আয়তো লেখ থেকে কি অঙ্কন করা যায়
ক) গণসংখ্যা বহুভুজ
খ) অজিভ রেখা
গ) পাইচিত্র
ঘ) দন্ডচিত্র
উত্তরঃ ক
৯. নিচের কোনটি বিচ্ছিন্ন চলক এর উদাহরণ?
ক) উচ্চতা
খ) জনসংখ্যা
গ) তাপমাত্রা
ঘ) ওজন
উত্তরঃ খ
১০. সংগৃহীত উপাত্ত পরিসংখ্যানের-
ক) কাঁচামাল
খ) উপাত্ত
গ) তথ্য
ঘ) ডাটা
উত্তরঃ ক
১১. অজিভ রেখা অংকন করতে X অক্ষ বরাবর কোনটি নেওয়া হয়?
ক) যোজিত গণসংখ্যা
খ) গণসংখ্যা
গ) শ্রেণি উর্ধ্বসীমা
ঘ) শ্রেণি ব্যবধান
উত্তরঃ গ
১২. চলক এর মান 8,6,1,7,2,3,5,4 হলে মধ্যক কত?
ক) 4.5
খ) 7
গ) 7.5
খ) 2
উত্তরঃ ক
১৩. কোন উপাত্ত চড়ক সময় এর মান হল 2,2,3,5,7,7,7,8,9 এদের প্রচুরক কত
ক) 7
খ) 2
গ) 9
ঘ) 8
উত্তরঃ ক
১৪. (45-49) শ্রেণীর শ্রেণিব্যাপ্তি কত?
ক) 5
খ) 6
গ) 9
ঘ) 47
উত্তরঃ খ
১৫. কোন সারণির L = 48, Fc = 31,fm= 25, h = 6 এবং n= 70 হলে মধ্যক কত? [ ssc exam 2022 ]
ক) 48. 96
খ) 48.01
গ) 49.46
ঘ) 50
উত্তরঃ ক
* নিচের তথ্যের আলোকে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও।
১৬. উপাত্ত সময়ের প্রচুরক শ্রেণির মধ্যমান কত?
ক) ৫৬.৫
খ) ৫৫.৫
গ) ৫১.৫
ঘ) ৬০.৫
উত্তরঃ খ [গনিত সাজেশন মেইড ইজি পরিক্ষা ২০২২ ]
১৭. প্রদত্ত উপাত্ত শ্রেণি ব্যবধান কত?
ক) ৫
খ) ৬
গ) ৯
ঘ) ১০
উত্তরঃ ঘ
১৮.উপাত্ত কত প্রকার? [ নবম দশম শ্রেণির গনিত পরিসংখ্যান mcq বহুনির্বাচনি নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর]
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
উত্তরঃ ক
গনিত নবম দশম শ্রেণির গনিত পরিসংখ্যান mcq বহুনির্বাচনি নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর Statistics mcq
0 Comments