Recent in Technology

জেনন Xe নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সর্বাপেক্ষা কোনটি বেশি সক্রিয় what is the most reactive among inert gases

নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কোনটি সবচেয়ে বেশি সক্রিয়?

উত্তরঃ জেনন ( Xe ) 
ব্যাখ্যাঃ নিষ্ক্রিয় গ্যাসসমূহের মধ্যে জেনন ( Xe ) সর্বাপেক্ষা বেশি সক্রিয় এবং সর্বোচ্চ সংখ্যক সুস্থিত যৌগ গঠন করে। আমরা জানি, যে মৌলের আয়নীকরণ বিভব যত কম তার সক্রিয়তা তত বেশি। He, Ne Ar, Kr এবং Xe এর আয়নীকরণ বিভব যথাক্রমে 2372.2, 2080.7, 1520.5, 1350.7,1170.4 এবং 1037.0 kJmol⁻¹ | এখান থেকে দেখা যায় যে জেনন (  Xe ) এর আয়নীকরণ বিভব সবচেয়ে কম। ফলে F₂ এবং O₂ এর মত তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের উপস্থিতিতে Xe তার সর্ববহিস্থ শক্তিস্তর থেকে ইলেকট্রন ত্যাগ করে এবং স্থিতিশীল যৌগ গঠন করে ।
জেনন Xe  নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সর্বাপেক্ষা কোনটি বেশি সক্রিয় what is the most reactive among inert gases? Xenon is the most reactive among inert gases

জেননের যৌগ সমূহঃ

নিষ্ক্রিয় গ্যাস গুলির মধ্যে জেনন সর্বাপেক্ষা বেশি সক্রিয়। এটি ফ্লোরিন ও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফ্লোরাইড অক্সাইড যৌগ তৈরি করে।
ফ্লোরাইড যৌগ হলোঃ XeF₂ ,  XeF₄ , XeF₆
অক্সাইড যৌগ হলোঃ XeO₂ , XeO₃ , XeO₄

Post a Comment

0 Comments

How to make money

Ad Code