Recent in Technology

মলাস্কা কম্বোজ Mollusca | মলাস্কা পর্বের প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য ও বৈজ্ঞানিক নাম the main characters of mollusca phylum scientific name binomial nomenclature

মলাস্কা পর্বের প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য বৈজ্ঞানিক নাম main characters of mollusca phylum scientific name

১.মলাস্কা পর্বের প্রাণীদের দেহ, নরম, অখণ্ডায়িত, ত্রিস্তরী, দ্বিপার্শ্বীয় প্রতিসম বা অপ্রতিসম এবং চুনময় খোলক দিয়ে আবৃত।

২. দেহ তিনটি অংশে বিভক্ত, যথা- মাংসল পদ, মস্তক এবং ভিসেরাল মাস (visceral mass)।

৩. মলাস্কা পর্বের প্রাণীদের দেহের অঙ্কীয় দিকের পেশিযুক্ত বা মাংসল পদ গর্ত খনন,সাঁতার বা চলনের জন্য ব্যবহৃত হয়।

৪. ঝিনুক (Bivalvia) ব্যতীত সকলের পরিপাকতন্ত্রে কাইটিন নির্মিত র‍্যাডুলা) (radula) নামক অঙ্গ রয়েছে।

৫. মলাস্কা (mollusca) পর্বের প্রাণীদের পৃষ্ঠীয় দেহপ্রাচীর ম্যান্টল বা পেলিয়াম) (mantle or pallium) নামক একজোড়া ভাঁজের সৃষ্টি করে, যা ম্যান্টল গহ্বরকে ঘিরে রাখে, ম্যান্টল থেকে নিঃসৃত রস দিয়েই খোলক (shell) তৈরি হয়।

৬. ফুলকা (টিনিডিয়াম) ও ম্যান্টল পর্দা দ্বারা শ্বসন সম্পন্ন হয়; স্থলচরদের ক্ষেত্রে পালমোনারি থলির)বিকাশ ঘটে।মলাস্কা পর্বের প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য ও বৈজ্ঞানিক নাম

৭. মলাস্কা পর্বের প্রাণীদের প্রকৃত সিলোম আছে কিন্তু তা সংকুচিত, অর্থাৎ শুধু হৃৎযন্ত্রের চারপাশে, জননাঙ্গের গহ্বরে এবং বৃক্কে সীমাবদ্ধ থাকে।সিলোম রক্তপূর্ণ হয়ে (হিমোসিল (haemocoel) গঠন করে।

৮. Mollusca পর্বের প্রাণীদের রক্ত সংবহনতন্ত্র অর্ধমুক্ত ধরনের অর্থাৎ রক্তনালি ও হিমোসিল উভয়ই থাকে।

৯. মলাস্কা পর্বের প্রাণীদের রক্তে হিমোসায়ানিন (haemocyanin) রঞ্জক ও অ্যামিবোসাইট (amoebocyte) কণিকা থাকে। হিমোসায়ানিনের কারণে রক্ত নীলাভ বর্ণের হয়।

১০. মলাস্কা পর্বের প্রাণীরা একলিঙ্গ বা উভলিঙ্গ, ডিম পাড়ে; এদের যৌন জনন ঘটে এবং পরিস্ফুটন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্থাৎ ট্রোকোফোর (trochophore) বা ভেলিজার (veliger) বা গ্লচিডিয়াম (glochidium) লার্ভা দশার মাধ্যমে ঘটে।

মলাস্কা পর্বের প্রাণীদের বৈজ্ঞানিক নাম

আপেল শামুক : Pila globosa
ঝিনুক: Lamellidens marginalis
স্থল শামুক : Achatina fulica
মুক্তা ঝিনুক : Pinctada fucata
অক্টোপাস/ডেভিল ফিশ : Octopus macropus
ক্যাটল ফিশ : Sepia officinalis
স্কুইড ফিশ/নুইল্লা : Photololigo duvaucelii
বাঘাকড়ি : Cypraea tigris 
কড়ি: Cypraea monea
শঙ্খ : Triton tritonics
মলাস্কা কম্বোজ Mollusca | মলাস্কা পর্বের প্রধান বৈশিষ্ট্য ও বৈজ্ঞানিক নাম the main characters of mollusca scientific name binomial nomenclature
চিত্রঃ মলাস্কা পর্বের প্রাণী 

মলাস্কা পর্ব সম্পর্কে কিছু সাধারণ প্রশ্ন উত্তর

১. Mollusca নাম কিভাবে এসেছে?

- ল্যাটিন (Lt) molluscus = soft বা নরম।

২. কম্বোজ প্রাণী কাদের বলা হয়?

 - মলাস্কা পর্বের প্রাণীদের। 

৩. প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটি? 

- মলাস্কা ( Mollusca )

৪. আপেল শামুকের বৈজ্ঞানিক নাম কি? 

 - Pila globosa

৫. কড়ির বৈজ্ঞানিক নাম কি?

- Cypraea monea

৬. বাগান শামুকের বৈজ্ঞানিক নাম কি?

- Helix pormatia

৭. ক্যাটল ফিসের বৈজ্ঞানিক নাম কি?

 - Sepia officinalis

৮. ম্যালাকোলজি  (malacology /concology) কি?

- শুধু মলাস্কা পর্বের প্রাণীদের নিয়ে আলোচনার বিষয়কে ম্যালাকোলজি(malacology) বলে।

মলাস্কা পর্বের প্রাণীদের বৈজ্ঞানিক দ্বিপদ নামকরণ নাম মলাস্কা কম্বোজ Mollusca | মলাস্কা পর্বের প্রধান বৈশিষ্ট্য ও বৈজ্ঞানিক নাম the main characters of mollusca scientific name binomial nomenclature

Post a Comment

0 Comments

How to make money

Ad Code