Recent in Technology

হিউমেরাস কি হিউমেরাসের বৈশিষ্ট্য হিউমেরাস কোথায় থাকে Humerus characteristics

হিউমেরাস কী? হিউমেরাসের বৈশিষ্ট্য হিউমেরাস কোথায় থাকে

হিউমেরাসঃ বাহুর অস্থি বা অগ্রপদের অস্থির  মধ্যে যে অস্থি বৃহৎ, লম্বা ও দন্ডাকার তাকে হিউমেরাস(humerus ) বা ঊর্ধ্ববাহুর অস্থি  বলে

হিউমেরাসের বৈশিষ্ট্যঃ

১। হিউমেরাস ( Humerus ) বৃহৎ, লম্বা ও দণ্ডাকার অস্থি।
২। হিউমেরাসের ঊর্ধ্ব প্রান্তে তরুণাস্থি নির্মিত মসৃণ ও গোলাকার মস্তক বিদ্যমান।
৩। হিউমেরাসের মস্তকের নিচে অ্যানাটোমিক্যাল গ্রীবা নামে একটি খাঁজ বিদ্যমান।
৪। হিউমেরাসের মস্তকের দু'পাশে ছোট ও বড় টিউবার্কল (টিউবারসিটি বা অর্বুদ) নামক দুটি উঁচু অংশ বিদ্যমান।
৫। হিউমেরাসের মূলদেহের মাঝামাঝি স্থানে ডেল্টয়েড রিজ (ridge) নামক উঁচু অঞ্চল থাকে।
৬। হিউমেরাসের নিম্নপ্রান্তে ক্যাপিচুলাম ও ট্রকলিয়া বিদ্যমান।
৭। হিউমেরাসের নিম্নপ্রান্তে এপিকন্ডাইল, অলিক্রেনন ফসা, করোনয়েড ফসা এবং রেডিয়াল ফসা থাকে।
হিউমেরাস কি হিউমেরাসের বৈশিষ্ট্য হিউমেরাস কোথায় থাকে শিক্ষানগরী ডট কম Humerus characteristics of humerus Biology Zoology human body shikkhanogori.com
হিউমেরাস সম্পর্কে প্রশ্ন উত্তরঃ
হিউমেরাস কোথায় থাকে?
উত্তরঃ হিউমেরাস ঊর্ধ্ববাহুতে থাকে।
হিউমেরাসে কয়টি এপিকন্ডাইল থাকে? 
উত্তরঃ ২ টি
ঊর্ধ্ববাহুর অস্থি কাকে বলা হয়? 
উত্তরঃ হিউমেরাসকে

Post a Comment

0 Comments

How to make money

Ad Code