হিউমেরাস কী? হিউমেরাসের বৈশিষ্ট্য হিউমেরাস কোথায় থাকে
হিউমেরাসঃ বাহুর অস্থি বা অগ্রপদের অস্থির মধ্যে যে অস্থি বৃহৎ, লম্বা ও দন্ডাকার তাকে হিউমেরাস(humerus ) বা ঊর্ধ্ববাহুর অস্থি বলে
হিউমেরাসের বৈশিষ্ট্যঃ
১। হিউমেরাস ( Humerus ) বৃহৎ, লম্বা ও দণ্ডাকার অস্থি।
২। হিউমেরাসের ঊর্ধ্ব প্রান্তে তরুণাস্থি নির্মিত মসৃণ ও গোলাকার মস্তক বিদ্যমান।
৩। হিউমেরাসের মস্তকের নিচে অ্যানাটোমিক্যাল গ্রীবা নামে একটি খাঁজ বিদ্যমান।
৪। হিউমেরাসের মস্তকের দু'পাশে ছোট ও বড় টিউবার্কল (টিউবারসিটি বা অর্বুদ) নামক দুটি উঁচু অংশ বিদ্যমান।
৫। হিউমেরাসের মূলদেহের মাঝামাঝি স্থানে ডেল্টয়েড রিজ (ridge) নামক উঁচু অঞ্চল থাকে।
৬। হিউমেরাসের নিম্নপ্রান্তে ক্যাপিচুলাম ও ট্রকলিয়া বিদ্যমান।
৭। হিউমেরাসের নিম্নপ্রান্তে এপিকন্ডাইল, অলিক্রেনন ফসা, করোনয়েড ফসা এবং রেডিয়াল ফসা থাকে।
হিউমেরাস সম্পর্কে প্রশ্ন উত্তরঃ
হিউমেরাস কোথায় থাকে?
উত্তরঃ হিউমেরাস ঊর্ধ্ববাহুতে থাকে।
হিউমেরাসে কয়টি এপিকন্ডাইল থাকে?
উত্তরঃ ২ টি
ঊর্ধ্ববাহুর অস্থি কাকে বলা হয়?
উত্তরঃ হিউমেরাসকে
0 Comments