Recent in Technology

অর্ধপরিবাহী পদার্থ কোনগুলো | অর্ধপরিবাহী বা কুপরিবাহী পদার্থ কাকে বলে what is semi-conductor

অর্ধপরিবাহী বা কুপরিবাহী পদার্থ কোনগুলো এবং কাকে বলে?

অর্ধপরিবাহক : যে সকল পদার্থের মধ্য দিয়ে আংশিকভাবে তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে অর্ধপরিবাহক বলে।

অর্ধপরিবাহী পদার্থ কোনগুলো?

উত্তরঃসিলিকন, জারমেনিয়াম, তুলা, কেরোসিন ইত্যাদি অর্ধপরিবাহী পদার্থ।এদেরকে কুপরিবাহকও বলে ।
জারমেনিয়াম অর্ধপরিবাহী পদার্থ কোনগুলো অর্ধপরিবাহী বা কুপরিবাহী পদার্থ কাকে বলে জার্মেনিয়াম what is semi-conductor

কিভাবে অর্ধপরিবাহী পদার্থের পরিবাহিতা বৃদ্ধি পায়?

উত্তরঃ অর্ধপরিবাহকের বিশেষ বৈশিষ্ট্য হলো, উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে এদের রোধ হ্রাস পায় এবং পরিবাহিতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় ।

সিলিকন, জারমেনিয়াম, তুলা, কেরোসিন

Post a Comment

0 Comments

How to make money

Ad Code