Recent in Technology

সেট ও ফাংশন বহুনির্বাচনী ২.১ ২.২ গনিত নবম-দশম শ্রেনী Set and function math MCQ class 9 10

সেট ও ফাংশন গনিত নবম-দশম শ্রেনী ২.১ ২.২ (Set and function math MCQ 2.1 2.2 )

বিষয়ঃ গনিত (সেট ও ফাংশন) 

১. মনে করি A={1,2,3,a,b,c} তাহলে P(A) কয়টি?

ক) 128

খ) 132

গ) 64

ঘ) 32

উত্তরঃগ

ব্যাখ্যাঃ

A সেটের উপাদান সংখ্যা, n= 6 

P(A) = 2^n =2^6 = 64

২. U সার্বিক সেট। এবং A যেকোনো সেট হলে, A কে কোন সেট দ্বারা প্রকাশ করা হয়?

ক) { x∈A: x∉U}

খ) { x∈U: x∈A}

গ) {x∈U: x∉A}

ঘ) {x∈U: x∉A'}

উত্তরঃ গ

৩. দুইটি সেটের সংযোগের প্রতীক কোনটি?

ক) A U B

খ) A ∩ B

গ) A=B

ঘ) AB

 উত্তরঃ ক

৪. দুই বা ততোধিক সেটের উপাদান একই হলে এদেরকে কি বলা হয়?

ক) সেটের অন্তর

খ) সেটের অসমতা

গ) সেটের সমতা

ঘ) ফাঁকা সেট

উত্তরঃ গ

৫. A={2,3,5} এবং R={(x,y):x∈A,y∈A এবং y=x-1} হলে R কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি হবে?

ক) {(3,3)}

খ) {(5,5)}

গ) {(3,2)}

ঘ) {(2,3)}

উত্তরঃ গ

৬. নিচের চিত্রে (A ∩ B) =?

সেট ও ফাংশন বহুনির্বাচনী ও  সৃজনশীল প্রশ্ন উত্তর গনিত নবম-দশম শ্রেনী Set and function math MCQ class 9 10 উচ্চতর গনিত শিক্ষানগরী

ক) x

খ) 7x+3

গ) -1

ঘ) { }

উত্তরঃ ক

৭. U={1, 2, 3, 4, 5, 6} এবং A={1, 3, 5} হলে, A' এর মান কত?

ক) {1, 3, 4}

খ) {2, 4, 5}

গ) {2, 4, 6}

ঘ) {1,3, 5}

উত্তরঃ গ

৮. যদি A={2,3} এবং B={6,7} হয়, তবে A×B নিচের কোনটি?

ক) {(2,6),(7,2),(3,6),(3,7)}

খ) {(2,6),(2,7),(3,6),(3,7)}

গ) {{(2,6),(2,7),(3,6),(3,7)}}

ঘ) {2,3,6,7}

উত্তরঃ খ

৯. A={1,2},B={2,3} এবং C={3,4} হলে, AUBUC এর উপাদান সংখ্যা কত?

ক) 4

খ) 5

গ) 7

ঘ) 6

উত্তরঃ ক

১০. A = {2, 3, 4}, B = {a, b, c},C = {b, c, d} হলে, A × (B U C) এর উপাদান সংখ্যা কয়টি?

ক) 10

খ) 9

গ) 12

ঘ) 8

উত্তরঃ গ

১১. দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট কে কি বলে?

ক) সেটের অন্তর

খ) সেটের সমতা

গ) ফাঁকা সেট

ঘ) ছেদ সেট

উত্তরঃ ঘ

১২. P ∩ Q ={ } হলে P ও Q পরস্পর -

ক) ছেদ সেট

খ) নিচ্ছেদ সেট

গ) উপসেট

ঘ) সার্বিক সেট

উত্তরঃ খ

১৩. U সেটের উপসেট সংখ্যা 64 হলে এর উপাদান সংখ্যা কত?

ক) 5

খ) 6

গ) 3

ঘ) 4

উত্তরঃ খ

১৪. A={2} এবং B={5} হলে, x=y বিবেচনায় (A×B)=?

ক) { }

খ) (2,5)

গ) {5,2)}

ঘ) কোনটিই নয়

উত্তরঃ ক

১৫. f(x)=x^3+8 হলে, f(-1)+f(-3) =?

ক) 26

খ) 28

গ) 24

ঘ) -12 

উত্তরঃ ঘ

সেট ও ফাংশন বহুনির্বাচনী ও  সৃজনশীল প্রশ্ন উত্তর গনিত নবম-দশম শ্রেনী Set and function MCQ class 9 10 উচ্চতর গনিত শিক্ষানগরী

১৬. নিচের কোন অন্বয়টি ফাংশন?

ক) {(2,3),(2,5)}

খ) {(2,3),(1,5)}

গ) {(-3,-5),(-3,2)}

ঘ){(-1,3),(-1,5)}

১৭. মনে করি A ও B দুটি সেট এবং n(A)=p, n(B)=q, তাহলে A×B এর উপসেট সংখ্যা কত?

ক) pq

খ) p+q

গ) 2^(pq)

ঘ) 2^(p+p)

উত্তরঃ গ

সেট ও ফাংশন বহুনির্বাচনী ও  সৃজনশীল প্রশ্ন উত্তর গনিত নবম-দশম শ্রেনী Set and function math MCQ class 9 10 উচ্চতর গনিত শিক্ষানগরী

১৮. f(x) =(x-2)/(x+1) হলে f(0)=?

ক) -2

খ) -1/2

গ) 0

ঘ) 2

উত্তরঃ ক

সেট ও ফাংশন বহুনির্বাচনী ও  সৃজনশীল প্রশ্ন উত্তর গনিত নবম-দশম শ্রেনী Set and function MCQ class 9 10 উচ্চতর গনিত শিক্ষানগরী higher mathematics

১৯. P={x∈N:x,36 এর মৌলিক গুণনীয়কসমূহ } তালিকা পদ্ধতিতে P=?

ক) {1,3}

খ) {1,2,3]

গ) {2,3}

ঘ) {1,2,4,6,9,12,18,36}

উত্তরঃ গ

২০. f(x)=2x+3, এবং যদি f(a-1)=0 হয়, তাহলে a= কত?

ক) 0

খ) -1/2

গ) 1/2

ঘ) 3

উত্তরঃ খ

সেট ও ফাংশন বহুনির্বাচনী ও  সৃজনশীল প্রশ্ন উত্তর গনিত নবম-দশম শ্রেনী Set and function MCQ class 9 10 উচ্চতর গনিত শিক্ষানগরী

২১. সেট M হতে সেট N এ একটি সম্পর্ক R হলে নিচের কোনটি সঠিক?

ক) R⊂N

খ) R⊆M×N

গ) R⊆N×M

(ঘ) M×N⊆R

উত্তরঃ খ

২২. y=2x+3 ফাংশনের লেখচিত্র কেমন?

ক) বক্ররেখা

খ) বৃত্ত

গ) উপবৃত্ত

ঘ) সরলরেখা

উত্তরঃ ঘ

২৩. y=3x ফাংশনের লেখচিত্রের উপর কোন বিন্দু অবস্থিত নয়?

ক) {2,6}

খ) {1,3}

গ) {2,5}

ঘ) {3,9}

উত্তরঃ গ

২৪. নিচের চিত্রে যদি n(A) =n(B) হয় তাহলে x=কত?



ক) -1

খ) 1

গ) 0

ঘ) 1/5

উত্তরঃ ক

সেট ও ফাংশন বহুনির্বাচনী ও  সৃজনশীল প্রশ্ন উত্তর গনিত নবম-দশম শ্রেনী Set and function MCQ class 9 10 উচ্চতর গনিত শিক্ষানগরী


২৫. নিচের কোনটি ফাঁকা সেট নয়?

ক) A{1,2} U B{2,3}

খ) C{a,b} ∩ D{1,2}

গ) P{x∈N:x,36 এর মৌলিক গুণনীয়কসমূহ } এবং Q{-1,-2}

ঘ) A{1,4} ∩ B{x∈N:x, মৌলিক সংখ্যা }

উত্তরঃ ক

২৬. A={2,3,5}, B={1,4,6} হলে (A∩B) =কত?

ক) { }

খ) {1,2,3,4,5,6}

গ) {1}

ঘ) 0

উত্তরঃ ক

সেট ও ফাংশন বহুনির্বাচনী নৈব্যর্তিক ও সৃজনশীল প্রশ্ন উত্তর গনিত নবম-দশম শ্রেনী Set and function MCQ class 9 10 উচ্চতর গনিত শিক্ষানগরী

Post a Comment

0 Comments

How to make money

Ad Code