তরঙ্গ ও শব্দ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর নবম-দশম শ্রেনী পদার্থ বিজ্ঞান সপ্তম অধ্যায়ের সৃজনশীল সাজেশন প্রশ্ন class 9 - 10 ssc
প্রশ্ন ১
ক. শব্দোত্তর তরঙ্গ কাকে বলে?
খ. পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ কেন? ব্যাখ্যা কর।
গ. কূপের পানি পৃষ্ঠের গভীরতা কত কিলোমিটার?
ঘ. উদ্দীপকের চিত্রের তাপমাত্রায় 17.23m গভীর কোনো কূপ থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা— যুক্তি সহকারে ব্যাখ্যা কর।পদার্থবিজ্ঞান সাজেশন মেইড ইজি
১ নং সৃজনশীল প্রশ্নের উত্তরঃ (পদার্থবিজ্ঞান সাজেশন মেইড ইজি এস এস সি ssc 2021)
ক) যে তরঙ্গের কম্পাঙ্ক 20000 Hz এর চেয়ে বেশি তাকে শব্দোত্তর তরঙ্গ বলে।
খ) পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ। পানির ঢেউ সৃষ্টিকারী পানির কণাগুলোর কম্পনের দিক, ঢেউ এর দিকের সাথে আড়াআড়ি বা প্রস্থ বরাবর মুখ করে অগ্রসর হয়। তাই পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ।
প্রশ্ন ২ঃ 2m তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট তরঙ্গটি 5 sec-এ 7260m দূরত্ব অতিক্রম করে।
ক. বেতার তরঙ্গ কোন ধরনের তরঙ্গ?
খ. " শব্দ তরঙ্গধর্মী " কথাটি ব্যাখ্যা করো।
গ. উল্লিখিত তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় কর।
ঘ. λ দ্বারা কোন রাশি প্রকাশ করা হয়। v, f ও λ এর মধ্যে সম্পর্ক স্থাপন কর।
2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর
ক) বেতার তরঙ্গ হলো অনুপ্রস্থ আড় তরঙ্গ।
খ) শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন। নিম্নলিখিত
বৈশিষ্ট্যগুলোর সাপেক্ষে আমরা বলতে পারি যে, শব্দ তরঙ্গধর্মী (পদার্থবিজ্ঞান সাজেশন মেইড ইজি এস এস সি ssc 2021)
i. তরঙ্গ সৃষ্টির জন্য যেমন বস্তুর কম্পনের প্রয়োজন, তেমনি শব্দ সৃষ্টির জন্যও বস্তুর কম্পনের প্রয়োজন ।
ii. তরঙ্গ বিস্তারের মাধ্যমে কণাগুলো স্থানান্তরিত হয় না, শব্দ বিস্তারেও মাধ্যমের কণাগুলোর স্থানচ্যুতি ঘটে না।
iii. তরঙ্গের যেমন বেগ আছে, শব্দও তেমনি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন বেগে সঞ্চালিত হয়।
iv. তরঙ্গের মতো শব্দেরও প্রতিফলন ও প্রতিসরণ হয়।
এ থেকে প্রমাণিত হয় যে, শব্দ তরঙ্গধর্মী।
Thanks please comment and Share
নবম-দশম শ্রেনীর পদার্থ বিজ্ঞান সপ্তম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর তরঙ্গ ও শব্দ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর নবম-দশম পদার্থবিজ্ঞান সাজেশন মেইড ইজি এস এস সি এইচএসসি hsc 2021 শ্রেনী একাদশ দ্বাদশ HSC Mathematical physics sound wave class 9 10 11 12
3 Comments
সেই
ReplyDeleteThanks for this type of lovely works♥️♥️very helpful tnx♥️😊
ReplyDeleteWelcome!
DeleteThanks for your lovely comment.