১. নেমাটোডা ( Nematoda ) পর্বের প্রাণীদের দেহ লম্বা, নলাকার, সুতার ন্যায়, অখণ্ডায়িত ও দু'দিক ক্রমশ সরু।
২. দেহ নমনীয় ও ইলাস্টিন নির্মিত অকোষীয় কিউটিকল দ্বারা আবৃত।
৩. নেমাটোডা ( Nematoda ) পর্বের প্রাণীদের পৌষ্টিকনালি সোজা ও শাখাহীন এবং মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত । পৌষ্টিক গ্রন্থি অনুপস্থিত। এ কারণে এসব প্রাণীর দেহকে 'নলের ভেতর নল’ (‘tube within a tube) ধরনের গঠনের মতো দেখায়।
৪.এদের অপ্রকৃত সিলোম বা সিউডোসিলোম (pseudocoelom) উপস্থিত এবং অখণ্ডায়িত
৫. মুখছিদ্র সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দ্বারা পরিবেষ্টিত।
৬. নেমাটোডা বা গোলকৃমি ত্রিস্তরী প্রাণী; দেহে অঙ্গ-তন্ত্র গঠিত হয়।
৭.শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। রেচনতন্ত্র ও স্নায়ুতন্ত্র উপস্থিত।
৮. নেমাটোডার (Nematoda) অধিকাংশ প্রাণী একলিঙ্গ, যৌন দ্বিরূপতা (পুরুষ ও স্ত্রী প্রাণী বাহ্যিকভাবে ভিন্নরকম) দেখা যায়।
৯.অ্যাসকারিসে র্যাবডিটিফর্ম এবং উচেরেরিয়ার মাইক্রোফাইলেরিয়া লার্ভা দেখা যায় নেমাটোডা পর্বের প্রাণীদের। গোলকৃমি সুতাকৃমি গুড়াকৃমি গোদকৃমি চোখ কৃমি
নেমাটোডা পর্বের প্রাণি |
গোলকৃমি- Ascaris lumbricoides
চোখ কৃমি - Loa loa
হুকওয়ার্ম - Ancylostoma duodenale
মাইক্রোফাইলেরিয়া - Microflaria sp.
গুড়াকৃমি - Enterobius vermicularis
ফাইলেরিয়া কৃমি বা গোদকৃমি - Wuchereria bancrofti
চাবুক কৃমি - Trichinella spiralis
বিড়ালের গোলকৃমি - toxocara cati
Nematoda/ Nemathelminthes পর্বের প্রাণীদের আরও কিছু বৈজ্ঞানিক নামঃ
Trichuris trichiura, Dioctophyme renale.
নেমাটোডা সম্পর্কে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরঃ
১. NEMATODA/NEMATHELMINTHES (নেমাটোডা/নেমাথেলমিনথেস নাম কিভাবে এসেছে?
– NEMATODA/NEMATHELMINTHES (নেমাটোডা/নেমাথেলমিনথেস; Gr. nematos = thread বা সুতা + eidos = shape বা আকৃতি + helminth = worm বা কৃমি।)
২. Nematoda পর্বের নামকরণ করেন – Gegenbaur (1851) ।
৩. Nematoda পর্বের প্রাণীদের সাধারণ নাম – সুতাকৃমি বা গোলকৃমি।
৪. সর্বপ্রথম সম্পূর্ণ পৌষ্টিকনালি বিদ্যমান থাকে কোন পর্বের প্রাণীদের – নেমাটোডা ( Nematoda )
৫. অঙ্গ-তন্ত্র মাত্রার গঠন সম্পন্ন প্রাণী দেখা যায় প্রথম কোন পর্বে – Nematoda
৬. যৌন দ্বিরূপতা কোন পর্বের প্রাণীতে দেখা যায় – Nematoda |
৭. গোলকৃমির লার্ভা দশার নাম - র্যাবডিটিফর্ম।
৮. Loa loa কোন পর্বের অন্তর্ভুক্ত - Nematoda
৯. Loa loa কৃমির বাংলা নাম - চোখ কৃমি
১০. চাবুক কৃমির বৈজ্ঞানিক নাম কী? - Trichinella spiralis
১১. গোদ কৃমির বৈজ্ঞানিক নাম কী - Wuchereria bancrofti
১২. গোলকৃমির বৈজ্ঞানিক নাম কী - Ascaris lumbricoides
Thanks please share the post to your Friend.
নেমাটোডা নেমাথেলমিনথেস প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য ও নেমাটোডা প্রাণীদের বৈজ্ঞানিক নাম the main character of nematoda | NEMATHELMINTHES | Binomial Nomenclature scientific name
0 Comments