Recent in Technology

মিথাইল অ্যামিন ও অ্যানিলিনের মধ্যে কোনটি বেশি ক্ষারধর্মী ক্ষারীয় কেন hsc class 11 - 12 | Which is more alkaline Between methyl amine and aniline

মিথাইল অ্যামিন অ্যানিলিন অপেক্ষা বেশি ক্ষারধর্মী

মিথাইল অ্যামিন ও অ্যানিলিন উভয় যৌগের N(নাইট্রোজেন) পরমাণুতে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান থাকায় উভয়ই ক্ষারক ।

মিথাইল অ্যামিন ও অ্যানিলিনের মধ্যে কোনটি বেশি ক্ষারধর্মী ক্ষারীয় কেন hsc class 11 - 12 | Which is more alkaline Between methyl amine and aniline

মিথাইল অ্যামিনে নাইট্রোজেনের সাথে একটি মিথাইল গ্রুপ বিদ্যমান। মিথাইল গ্রুপ ইলেকট্রন দানকারী ফলে N (নাইট্রোজেন) পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়। ফলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আরো সহজলভ্য হয় এবং প্রোটনের (H⁺) সাথে সহজে বন্ধন গঠন করতে পারে বা H⁺  কে সহজেই আকৃষ্ট করতে পারে।

অপরদিকে, অ্যানিলিনের N পরমাণুতে অবস্থিত মুক্তজোড় ইলেকট্রন বেনজিন চক্রের সঞ্চারণশীল ইলেকট্রনের দিকে ধাবিত হয় অর্থাৎ অনুরণনে অংশগ্রহণ করে। ফলে N-পরমাণুতে ইলেকট্রনের ঘাটতি বা সহজলভ্যতা কমে যায়। ফলে অ্যানিলিনের ক্ষারধর্ম হ্রাস পায়। অ্যানিলিনের অনুরণন কাঠামো দ্বারা এটি দেখানো হলো

মিথাইল অ্যামিন ও অ্যানিলিনের মধ্যে কোনটি বেশি ক্ষারধর্মী ক্ষারীয় কেন hsc class 11 - 12 | Which is more alkaline Between methyl amine and aniline

উপর্যুক্ত কারণে মিথাইল অ্যামিন অ্যানিলিন অপেক্ষা বেশি ক্ষারীয়।

মিথাইল অ্যামিন অ্যানিলিন অপেক্ষা বেশি ক্ষারধর্মী একাদশ দ্বাদশ শ্রেণি হাইড্রো কার্বন জৈবযৌগ নামকরণ nomenclature hydrocarbon  hsc class 11 12

Post a Comment

0 Comments

How to make money

Ad Code