Recent in Technology

বীজগাণিতিক রাশি অধ্যায়ের বহুনির্বাচনী mcq নৈর্ব্যত্তিক নবম দশম শ্রেণির গনিত বইয়ের MCQ বহুনির্বাচনি Algebraic Expressions

বীজগাণিতিক রাশি অধ্যায়ের বহুনির্বাচনী mcq নৈর্ব্যত্তিক নবম দশম শ্রেণির গনিত বইয়ের MCQ বহুনির্বাচনি Algebraic Expressions


১. a+b = 1, ab = 4 হলে (a-b)^2 =?

ক) 9

খ) 15

গ) - 17

ঘ) - 15

উত্তরঃ ঘ


২. x + y = √3, x - y = √5 তবে,2(x^2 + y^2) =?

ক) 8

খ) 9

গ) √15

ঘ) 2

উত্তরঃ ক

Hints: 2(a^2 +b^2) = (a+b)^2 + (a-b)^2

৩. যদি 2x-y = 8, এবং x-2y = 4 হয় তবে x+y = কত?

ক) 0

খ) 4

গ) 5

ঘ) 2

উত্তরঃ খ

৪. (a+b)^2 - 2ab =?

ক) a^2 - b^2

খ) a^2 + b^2

গ) 4ab

ঘ) a+b

উত্তরঃ খ

বীজগাণিতিক রাশি অধ্যায়ের  বহুনির্বাচনী mcq নৈর্ব্যত্তিক নবম দশম শ্রেণির গনিত বইয়ের MCQ বহুনির্বাচনি  Algebraic Expressions

৫. a+b = 6, a-b =2 হলে, 2ab =?

ক) 8

খ) 16

গ) 2

ঘ) 0

উত্তরঃ খ

৬. f(b) = b+c+d হয় তাহলে b এর কোন মানের জন্য f(b) = 0 হবে।  mcq

ক) 0

খ) -c-d

গ) c-d

ঘ) -c+d

উত্তরঃ খ

বীজগাণিতিক রাশি অধ্যায়ের  বহুনির্বাচনী mcq নৈর্ব্যত্তিক নবম দশম শ্রেণির গনিত বইয়ের MCQ বহুনির্বাচনি  Algebraic Expressions


৭. a + 1/a =2 হলে a =?

ক) 0

খ) 1

গ) -1

ঘ) 2

উত্তরঃ খ

বীজগাণিতিক রাশি অধ্যায়ের  বহুনির্বাচনী mcq নৈর্ব্যত্তিক নবম দশম শ্রেণির গনিত বইয়ের MCQ বহুনির্বাচনি  Algebraic Expressions


৮. a^2-b^2 =?

ক) (a-b)(a+b)

খ) (a+b)

গ) (a-b)^2

ঘ) a^2 + b^2

উত্তরঃ ক

৯. x^2-7x + 12 = 0,হলে x=?

ক) -4,3

খ) -4,-3

গ) 4,3

ঘ) 4,-3

উত্তরঃ গ

বীজগাণিতিক রাশি অধ্যায়ের  বহুনির্বাচনী mcq নৈর্ব্যত্তিক নবম দশম শ্রেণির গনিত বইয়ের MCQ বহুনির্বাচনি  Algebraic Expressions

১০. a+b = 2 হলে √(a+b) =?

ক) √2

খ) 2

গ) 0

ঘ) 4

উত্তরঃ ক

১১. a+b =5, ab=6 হলে a-b =?

ক) 3

খ) 1

গ) 0

ঘ) 2

উত্তরঃ খ

১২. a+b= 5,এবং a-b = 3 হলে, a^2 +b^2 = কত?

ক) 17

খ) 18

গ) 8

ঘ) 34

উত্তরঃ ক

১৩. শতকরা বার্ষিক 7 টাকা হার মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা কত?   বীজগাণিতিক রাশি MCQ 

ক) 237

খ) 177

গ) 273

ঘ) 134

উত্তরঃ গ

বীজগাণিতিক রাশি অধ্যায়ের  বহুনির্বাচনী mcq নৈর্ব্যত্তিক নবম দশম শ্রেণির গনিত বইয়ের MCQ বহুনির্বাচনি  Algebraic Expressions

১৪. a - 1/a =1, তহলে a^3 - 1/a^3 =?

ক) 4

খ) 2

গ) 8

ঘ) 3

উত্তরঃ ক

বীজগাণিতিক রাশি অধ্যায়ের  বহুনির্বাচনী mcq নৈর্ব্যত্তিক নবম দশম শ্রেণির গনিত বইয়ের MCQ বহুনির্বাচনি  Algebraic Expressions

১৫. রফিক একটি কাজ 10 দিনে করতে পারে। শফিক ওই কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করবে?   বহুনির্বাচনী গনিত mcq math

ক) 7

খ) 6

গ) 9

ঘ) 4

উত্তরঃ খ

বীজগাণিতিক রাশি অধ্যায়ের  বহুনির্বাচনী mcq নৈর্ব্যত্তিক নবম দশম শ্রেণির গনিত বইয়ের MCQ বহুনির্বাচনি  Algebraic Expressions


Shikkhanogori শিক্ষানগরী

নবম দশম শ্রেণির গনিত বীজগাণিতিক রাশি অধ্যায়ের সৃজনশীল বহুনির্বাচনী mcq নৈর্ব্যত্তিক

Post a Comment

0 Comments

How to make money

Ad Code