Recent in Technology

আলোর প্রতিফলন গাণিতিক সমস্যা ও সমাধান | আলোর প্রতিফলন ৮ম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর নবম-দশম শ্রেণি পদার্থবিজ্ঞান সাজেশন মেইডইজি class 9 10 mathematical physics reflection of light

আলোর প্রতিফলন গাণিতিক সমস্যা | আলোর প্রতিফলন অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর ssc

প্রশ্ন ১
আলোর প্রতিফলন গাণিতিক সমস্যা | আলোর প্রতিফলন অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর নবম-দশম শ্রেণি পদার্থবিজ্ঞান class 9 10 mathematical physics reflection of light
ক. পাহাড়ি রাস্তার বাঁকে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়?    আলোর প্রতিফলন গাণিতিক সমস্যা ও সমাধান সৃজনশীল প্রশ্ন উত্তর 
খ. সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখ।
গ. চিত্রে দর্পণের সামনে 16cm দূরে বস্তু অবস্থান করলে রৈখিক বিবর্ধন ও বিম্বের দূরত্ব কেমন হবে তা রশ্মিচিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর।
ঘ. চিত্রে দর্পণের সামনে 24 cm এর চেয়ে বেশি দূরে বস্তু অবস্থান করলে বিশ্বের অবস্থান প্রকৃতি ও বিবর্ধন চিত্রসহ বিশ্লেষণ কর।

১নং সৃজনশীল প্রশ্নের উত্তরঃ

ক)  পাহাড়ি রাস্তার বাঁকে সমতল দর্পণ ব্যবহার করা হয়।

খ) সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো :   [ আলোর প্রতিফলন গাণিতিক সমস্যা ও সমাধান]
i. সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব যত, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্বও তত।
ii. প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর আকারের সমান।
iii. প্রতিবিম্ব অবাস্তব এবং সোজা।
আলোর প্রতিফলন গাণিতিক সমস্যা | আলোর প্রতিফলন অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর নবম-দশম শ্রেণি পদার্থবিজ্ঞান  সাজেশন মেইডইজি class 9 10 mathematical physics reflection of light
পদার্থ বিজ্ঞান আলোর প্রতিফলন অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন  আলোর প্রতিফলন গাণিতিক সমস্যা | আলোর প্রতিফলন অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর নবম-দশম শ্রেণি পদার্থবিজ্ঞান  সাজেশন মেইডইজি class 9 10 mathematical physics reflection of light

আলোর প্রতিফলন অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আলোর প্রতিফলন গাণিতিক সমস্যা ও সমাধান | নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান সাজেশন class 9 10 mathematical problem physics reflection of light

Post a Comment

1 Comments

How to make money

Ad Code