Recent in Technology

পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর পদার্থবিজ্ঞান Pressure and state of matter

পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর পদার্থবিজ্ঞান

প্রশ্ন ১ উদ্দীপকঃ 204 cm^3 আয়তনের 5kg ভরের একটি বস্তু কে 30 m গভীর পানি পূর্ণ পাত্রে নিমজ্জিত করলে বস্তুর পানিতে ওজন হয় 47 N এবং বস্তুটি তার আয়তনের সমপরিমাণ পানি অপসারণ করে। পানির ঘনত্ব 1000 kgm^-3 এবং অভিকর্ষজ ত্বরণ 9.8 ms^-2

ক. পীড়ন কাকে বলে?

খ. পদার্থের প্লাজমা অবস্থা ব্যাখ্যা কর।

গ. পাত্রে পানির চাপ নির্ণয় কর।

ঘ. উদ্দীপকের ঘটনা আর্কিমিডিসের সূত্র কে সমর্থন করে কি না— গাণিতিকভাবে মতামত দাও।

১ নং প্রশ্নের উত্তর 

ক. বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতির সৃষ্টি হলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতরে একটি প্রতিরোধ বলের উদ্ভব হয়। বস্তুর ভিতর একক ক্ষেত্রফলে উদ্ভূত এ প্রতিরোধকারী বলকে পীড়ন বলে।

খ. পদার্থের চতুর্থ অবস্থার নাম প্লাজমা। এই প্লাজমা হলো অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস প্লাজমার বড় উৎস হচ্ছে সূর্য। তাছাড়া অন্যান্য নক্ষত্রগুলোও প্লাজমার উৎস। প্রায় কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাজমা অবস্থার উৎপত্তি হয়। গ্যাসের ন্যায় প্লাজমার কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। প্লাজমা কণাগুলো তড়িৎ আধান বহন করে তাই প্লাজমা তড়িৎ পরিবাহী হিসেবে কাজ করে।

পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর পদার্থবিজ্ঞান pressure and state of matter

পদার্থবিজ্ঞানের আরও সৃজনশীল প্রশ্ন উত্তর

গণিতের সৃজনশীল প্রশ্ন ও MCQ

Post a Comment

0 Comments

How to make money

Ad Code