Recent in Technology

Porifera পরিফেরা |The main character of Porifera phylum | পরিফেরা পর্বের প্রধান বৈশিষ্ট্য ও বৈজ্ঞানিক নাম

পরিফেরা পর্বের প্রধান বৈশিষ্ট্য ও বৈজ্ঞানিক নাম The main character of Porifera phylum

পরিফেরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য নিচে দেওয়া হলোঃ

১. পরিফেরা পর্বের প্রাণীদের দেহপ্রাচীর অস্টিয়া (ostia) নামক অসংখ্য ছিদ্রযুক্ত।
২. CaCO3( ক্যালসিয়াম কার্বনেট)  দিয়ে বিদ্যমান তৈরি স্পিকিউল (spicule) বা স্পঞ্জিন তন্ত্র (spongin fibre) বা উভয় পদার্থ দ্বারা গঠিত অন্তঃকঙ্কাল
৩. দেহে বিশেষ (নালিতন্ত্র (canal system) আছে, যা অসক্যুলাম) (osculum) নামক ছিদ্রপথে দেহের বাইরে উন্মুক্ত হয়।
৪. দেহে কোয়ানোসাইট (choanocyte) নামক বিশেষ ফ্ল্যাজেলাযুক্ত কোষে পরিবেষ্টিত এক বা একাধিক প্রকোষ্ঠ রয়েছে।
৫. এদের দেহ বহুকোষী একক হলেও সুগঠিত কলা, অঙ্গ বা তন্ত্র অনুপস্থিত, অর্থাৎ এরা কোষীয় মাত্রার (cellular grade) গঠন সংবলিত প্রাণী।
৬. দেহে পরিপাকতন্ত্র থাকে না। মুখছিদ্র ও পায়ুছিদ্র থাকে না।
৭. পরিফেরা পর্বের প্রাণীরা উভলিঙ্গ। যৌন ও অযৌন উভয় পদ্ধতিতেই প্রজনন ঘটে। পরিফেরা পর্বের প্রানিদের পুনরুৎপা(regenerative) ক্ষমতা আছে।
৮.পরিফেরার পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল (sessile) অর্থাৎ কোনো বস্তুর সাথে স্থায়ীভাবে যুক্ত থাকে। এরা এককভাবে (solitary) বা কলোনি (ঔপনিবেশিক) গঠন করে অবস্থান করে। 
৯. পরিস্ফুটন পরোক্ষ; জীবনচক্রে সন্তরণশীল অ্যাম্ফিাস্টুলা লার্ভা (amphiblastula larva)অথবা প্যারেনকাইমুলা লার্ভা (parenchymula larva) দেখা যায়।

পরিফেরা পর্বের প্রাণীদের বৈজ্ঞানিক নামঃ

দ্বিপদ নামকরন

সাইকন - Scypha gelatinosum

লিকোসোলেনিয়া - Leucosolenia complicata,

ইউপ্লেক্টেলা - Euplectella aspergillus,

হায়ালোনেমা -  Hyalonema longissimum,

স্পঞ্জিলা - Spongilla lacustris

ক্ল্যাথিরিনা - Clathyrina sp.

আরও কিছু প্রানীর বৈজ্ঞানিক নাম 

Cliona celata,  Euspongia officinalis, 

Porifera|The main character of Porifera phylum | পরিফেরা পর্বের প্রধান বৈশিষ্ট্য ও পরিফেরা পর্বের প্রাণীদের বৈজ্ঞানিক নাম
পরিফেরা পর্বের প্রাণী


পরিফেরা পর্বের প্রাণীদের সম্পর্কে কিছু সাধারণ প্রশ্ন ও উত্তর 


১. Porifera নাম কিভাবে এসেছে?

- Lt ল্যাটিন, porus = pore বা ছিদ্র + ferre = বহন করা

২. Porifera পর্বের নামকরণ করেন কে?

উত্তরঃ  Robert Grant (1836) 

৩. Porifera পর্বের প্রাণীর সাধারণ নাম - স্পঞ্জ।

৪. ছিদ্রাল প্রাণী বলা হয় Porifera পর্বের প্রাণীদের।

৫. Porifera ( পরিফেরা) পর্বের প্রাণীদের দেহপ্রাচীরের ছিদ্রকে বলা হয় - অস্টিয়া।

৬. গঠনগতভাবে সরলতম প্রাণী হলো - Spongilla

৭. Porifera পর্বের প্রাণীরা কোনটির মাধ্যমে খাদ্য, অক্সিজেন শুক্রাণু গ্রহণ করে - নালিতন্ত্র।

৮. কোন পর্বের পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল - Porifera 

৯. প্রবাল কোন পর্বভুক্ত - Porifera ( পরিফেরা )

১০. বহুকোষী প্রাণীদের মধ্যে কোন পর্বের প্রাণীরা প্রাচীনতম - Porifera ( পরিফেরা ) 

১১. অস্ট্রিয়া কোন পর্বের  বৈশিষ্ট্য? - পরিফেরা 

১২. স্পঞ্জিলা কোন পর্বের প্রাণী? - Porifera

১৩. পরিফেরা পর্বের প্রাণীদের লার্ভার নাম কি? 

 - অ্যাম্ফিাব্লাস্টুলা লার্ভা (amphiblastula larva)অথবা প্যারেনকাইমুলা লার্ভা (parenchymula larva)

১৪. সামুদ্রিক স্পঞ্জের বিজ্ঞানিক নাম কি? - Spongilla lacustris

Binomial Nomenclature scientific name পরিফেরা পর্বের প্রাণীদের বৈজ্ঞানিক নাম ও প্রধান বৈশিষ্ট্য 

Post a Comment

0 Comments

How to make money

Ad Code