১. প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের দেহ (দ্বিপার্শ্বীয় প্রতিসম, ত্রিস্তরী (triploblastic) ও পৃষ্ঠ অঙ্কীয়ভাবে চ্যাপ্টা অথবা পাতা বা ফিতার ন্যায়।
২. দেহত্বক নরম, সিলিয়াযুক্ত এপিডার্মিস অথবা কিউটিকল-এ আবৃত ।
৩. প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের দেহ সিলোমবিহীন বা অ্যাসিলোমেট (acoelomate)।
৪. নির্দিষ্ট রক্ত সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র ও কঙ্কালতন্ত্র অনুপস্থিত।
৫. পৌষ্টিকনালি অসম্পূর্ণ বা অনুপস্থিত (ফিতাকৃমি)
৬.রেচনতন্ত্র শিখাকোষ (flame cell) বা প্রোটোনেফ্রিডিয়া (protonephridia) বা সোলেনোসাইট (solenocyte) নিয়ে গঠিত।
৭.প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের একমাত্র পরিপাকনালী ছাড়া অন্তঃস্থ কোন গহ্বর নাই।
৮. বিভিন্ন অঙ্গের মাঝে ফাঁকা স্থানগুলো প্যারেনকাইমা (parencyhma) নামক যোজক টিস্য বা মেসেনকাইমা (mesencyhma) এ পূর্ণ থাকে।
৯. দেহের অগ্রভাগে সুস্পষ্ট মস্তক ও চোষক থাকে।
১০. দেহে বাহ্যিক চোষক অথবা হুক অথবা উভয়ই থাকে; পৌষ্টিকতন্ত্র পায়ুছিদ্ৰ বিহীন এবং শাখান্বিত।
১১. উভলিঙ্গ, স্বনিষেক ও পরনিষেক সম্পন্ন হয়; নিষেক অভ্যন্তরীণভাবে ঘটে এবং পরিস্ফুটন প্রত্যক্ষ বা পরোক্ষ ধরনের।
১২. চ্যাপ্টাকৃমির জীবনচক্রে একাধিক লার্ভা দশা (মিরাসিডিয়াম, রেডিয়া, সোরকারিয়া ইত্যাদি) দেখা যায়।
প্ল্যানেরিয়া - Dugesia tigrini
যকৃত কৃমি - Fasciola hepatica
ফুলকা কৃমি - Dactylogyrus bangladeshi
ফিতাকৃমি - Taenia solium
মানুষের লাং ফ্লুক Paragonium westermani
একাইনোকক্কাস - Echinococcus granulosus
Platyhelminthes পর্বের আরও কিছু প্রাণীদের বৈজ্ঞানিক নাম:
Bipalium kewensi, Schistosoma mansoni, Gyrodactylus corti, Dactylogyrus alatus,
প্লাটিহেলমিনথিস সম্পর্কে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরঃ
১. Platyhelminthes (প্লাটিহেলমিনথিস) নাম কিভাবে এসেছে?
- গ্রিক শব্দ platys = flat বা চ্যাপ্টা + helminth = worm বা কৃমি
২. Platyhelminthes পর্বের নামকরণ করেন- Karl Gegenbaur (1859)।
৩. প্রথম ত্রিস্তরী প্রাণীবিশিষ্ট পর্ব - Platyhelminthes (প্লাটিহেলমিনথিস)
৪. Platyhelminthes পর্বের প্রাণীদের বলা হয় - চ্যাপ্টাকৃমি (flat worm)।
৫. সকল রকম চ্যাপ্টাকৃমি কোন পর্বের অন্তর্ভুক্ত - প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের বিজ্ঞানিক নাম
৬. প্রথম টিস্যু-অঙ্গ মাত্রার গঠন দেখা যায় – Platyhelminthes পর্বে।
৭. শিখা কোষ (রেচনতন্ত্রের কোষ) কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য - Platyhelminthes
৮. প্লাটিহেলমিনথিস প্রাণীদের রেচন তন্ত্র কি কি নিয়ে গঠিত - রেচনতন্ত্র শিখাকোষ (flame cell) বা প্রোটোনেফ্রিডিয়া (protonephridia) বা সোলেনোসাইট (solenocyte) নিয়ে গঠিত।
৯. যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নাম কী? - Fasciola hepatica
১০. ফুলকা কৃমির বৈজ্ঞানিক নাম কি? - Dactylogyrus bangladeshi
১১. ফিতাকৃমির বৈজ্ঞানিক নাম কি? - Taenia solium
প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের বিজ্ঞানিক নাম ও প্লাটিহেলমিনথিস পর্বের প্রধান বৈশিষ্ট্য Binomial Nomenclature scientific name The main character of Platyhelminthes phylum
0 Comments