Recent in Technology

নিডারিয়া |নিডারিয়া পর্বের প্রধান বৈশিষ্ট্য ও বৈজ্ঞানিক নাম নিডেরিয়া |The main character of Cnidaria phylum scientific name

নিডারিয়া পর্বের প্রধান বৈশিষ্ট্য ও বৈজ্ঞানিক নাম The main character of Cnidaria phylum

নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যঃ

১. দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক (diploblastic) প্রাণী; এসব প্রাণীর ভ্রূণদেহে এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটি কোষস্তর থাকে। স্তর দুটির মধ্যবর্তী স্থানে জেলির ন্যায় অকোষীয় মেসোগ্লিয়া উপস্থিত।
২. দেহ অরীয় প্রতিসাম্য। নির্দিষ্ট কোনো মস্তক নেই।
৩. দেহের অভ্যন্তরে সিলেন্টেরন (coelenteron) বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর (gastrovascular cavity) রয়েছে, যা একটিমাত্র ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত; ছিদ্রটি একই সাথে মুখ ও পায়ু হিসেবে কাজ করে।
৪. নিডারিয়া পর্বের প্রাণীদের  মুখছিদ্রটি অনেক কর্ষিকা (tentacles) দ্বারা পরিবৃত থাকে ৷
৫. অনেক প্রজাতি বহুরূপিতা প্রদর্শন করে; দেহে স্থির পলিপ (polyp) ও মুক্তজীবী মেডুসা (medusa) নামক দুই ধরনের আঙ্গিক গঠন দেখা যায়। এদের জীবনচক্রে জনুক্রম, মেটাজেনেসিস (metagenesis) ও পলিমরফিজম (polymorphism) দেখা যায় ৷
৬. এপিডার্মিসে নিডোব্লাস্ট (cnidoblast) নামক বিশেষ ধরনের কোষ থাকে, যা নেমাটোসিস্ট (nematocyst) বহন করে।
৭. খাদ্যবস্তু বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় উভয়ভাবেই পরিপাক হয়। (নিডেরিয়া)
৮. নিডারিয়া পর্বের প্রাণীরা  বহুকোষী, কিন্তু দেহে কোনো অঙ্গ বা তন্ত্র গঠিত হয় না; এরা কোষ-কলা পর্যায়ের সংগঠন মাত্রার (cell-tissue grade) প্রাণী
৯. শাসনকালে গ্যাসীয় বিনিময় এবং রেচন দেহত্বকের মাধ্যমে ঘটে। 
১০. এরা একলিঙ্গ বা উভয় লিঙ্গ হতে পারে।
১১. নিডারিয়া পর্বের প্রাণীদের জীবনচক্রে সিলিয়াযুক্ত প্লানুলা লার্ভা (planula larva) দেখা যায়।
Binomial Nomenclature scientific name নিডারিয়া পর্বের প্রাণীদের বৈজ্ঞানিক নাম ও প্রধান বৈশিষ্ট্য 

নিডারিয়া |নিডারিয়া পর্বের প্রধান বৈশিষ্ট্য ও নিডারিয়া পর্বের বৈজ্ঞানিক নাম নিডেরিয়া |The main character of Cnidaria phylum
নিডারিয়া পর্বের প্রাণী

নিডারিয়া পর্বের প্রাণীদের বৈজ্ঞানিক নাম

জেলিফিশ - Aurelia aurita

সাগর কুসুম - Metridium senil

কোরাল - Meandrina meandrites

সমুদ্রের কলম - Pennatula sulcata

সমুদ্র পালক - Pennatula aculeata

সাগর পাখা - Gorgonia verrucosa

হাইড্রা - Hydra vulgaris

ওবেলিয়া - Obelia geniculata

ফাইসেলিয়া - physalia sp.

পরপিটা - Porpita sp.

অ্যাডামশিয়া - Adamsia palliata

নিডারিয়া পর্বের প্রাণীদের আরও কিছু  বৈজ্ঞানিক নাম 

Cyania capillata, Carybdea alata, Chironex fleckeri, Gorgonia verrucosa, Hydra viridis

নিডারিয়া পর্ব সম্পর্কে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরঃ

১. Cnidaria পর্বটির নামকরণ করেন - Hatschek (1888) ।
২. কোন পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বা সমুদ্রের Rain Forest বলা হয় – Cnidaria (নিডেরিয়া)
৩. প্রবাল গঠনকারী উপাদান হলো – কাইটিন ও চুন।
৪. জেলিফিশ কোন পর্বের প্রাণী – Cnidaria (নিডারিয়া) 
৫. সমুদ্রের ফুল বলা হয় কোন প্রাণীদের? - নিডারিয়া পর্বের প্রাণীদের 
৬. রেনফরেস্ট বলা হয় কোন প্রাণী দের - নিডারিয়া পর্বের প্রাণীদের 
৭.নিডারিয়া পর্বের প্রাণীরা মিঠা পানিতে বাস করে কত প্রজাতির? - ২০ প্রজাতির
৯. কলা সংগঠন মাত্রার পর্ব হলো –  নিডারিয়া( Cnidaria)  

১১.নিডেরিয়দের দংশন অঙ্গানু হলো – নেমাটোসিস্ট ।
১০.Cnidaria পর্বের প্রাণীদের দেহাভ্যন্তরের গহ্বর হলো- সিলেন্টেরন
১১.সিলেন্টেরনের কাজ - পরিপাক-সংবহন।
১২.কোন পর্বের প্রাণীরা বহুরূপতা প্রদর্শন করে Cnidaria
১৩.কোরালস ও জেলিফিশ হলো – Cnidaria পর্বের। সাগর-পাখা বলা হয় Cnidaria পর্বের গর্গনিয়াকে।
১৪. Gorgonia verrucosa কোন পর্বের প্রাণীর বৈজ্ঞানিক নাম - নিডারিয়া

 Thakns, please share this post!

নিডারিয়া পর্বের বৈজ্ঞানিক নাম Binomial Nomenclature scientific name

Post a Comment

0 Comments

How to make money

Ad Code