প্রশ্ন - ১
উদ্দীপকঃ একটি বস্তকে ভূমি থেকে খাড়া উপরের দিকে 9.8 m/s বেগে নিক্ষেপ করা হলো।
১ নং প্রশ্নের উত্তরঃ
ক. পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর গতি যদি এমন হয় যে, পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে তবে বস্তুর ঐ গতিকে স্পন্দন গতি বলে।
খ. ধরা যাক, পৃথিবীর ভর = M
ভূপৃষ্ঠে বা এর নিকটে অবস্থিত কোনো বস্তুর ভর = m
বস্তু ও পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব = d
মহাকর্ষ সূত্রানুসারে, অভিকর্ষ বল,
F = GMm/d2 ...(1)
আবার, বলের পরিমাপ থেকে পাই,
F = mg ......(2)
অতএব, mg = GMm/d2
বা, g = GM/d2 .......(3)
(3) নং সমীকরণের ডানপাশে বস্তুর ভর m অনুপস্থিত। সুতরাং, অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের ওপর নির্ভর করে না। যেহেতু G এবং পৃথিবীর ভর M ধ্রুবক, তাই g এর মান পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব d-এর উপর নির্ভর করে। অতএব, অভিকর্ষজ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়।
গ)
ঘ)
পরিসংখ্যান বহুনির্বাচনি নবম দশম শ্রেণির
পদার্থবিজ্ঞানের আরও সৃজনশীল প্রশ্ন উত্তর
Thanks! Please share this post.
পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর নবম দশম শ্রেণি
2 Comments
nice
ReplyDeletethanks for comment
Delete