Recent in Technology

গতি অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর |পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর নবম দশম শ্রেণি Motion mathematical part 2

গতি অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর |পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর নবম-দশম শ্রেণি

প্রশ্ন - ১

উদ্দীপকঃ একটি বস্তকে ভূমি থেকে খাড়া উপরের দিকে  9.8 m/s বেগে নিক্ষেপ করা হলো। 


ক. স্পন্দন গতি কী?
খ. অভিকর্ষীয় ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়— ব্যাখ্যা কর।
গ. সর্বাধিক উচ্চতার মান নির্ণয় কর।
ঘ. উত্থানকাল ও পতনকাল পরস্পর সমান কিনা— গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

১ নং প্রশ্নের উত্তরঃ

ক. পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর গতি যদি এমন হয় যে, পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে তবে বস্তুর ঐ গতিকে স্পন্দন গতি বলে।

খ. ধরা যাক, পৃথিবীর ভর = M

 ভূপৃষ্ঠে বা এর নিকটে অবস্থিত কোনো বস্তুর ভর = m

 বস্তু ও পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব = d

  মহাকর্ষ সূত্রানুসারে, অভিকর্ষ বল, 

F = GMm/d2  ...(1)

 আবার, বলের পরিমাপ থেকে পাই,

 F = mg  ......(2)

অতএব,  mg = GMm/d2

বা, g = GM/d2 .......(3)

(3) নং সমীকরণের ডানপাশে বস্তুর ভর m অনুপস্থিত। সুতরাং, অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের ওপর নির্ভর করে না। যেহেতু G এবং পৃথিবীর ভর M ধ্রুবক, তাই g এর মান পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব d-এর উপর নির্ভর করে। অতএব, অভিকর্ষজ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়।

গ) 

গতি অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর |পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর নবম দশম শ্রেণি Motion mathematical part 2

ঘ)

গতি অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর |পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর নবম দশম শ্রেণি Motion mathematical part 2


প্রশ্ন -২ [গতি অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর নবম দশম শ্রেণি]
গতি অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর |পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর নবম দশম শ্রেণি Motion mathematical


উপরের লেখচিত্রটি একটি গাড়ির বেগ বনাম সময় লেখচিত্র। নিচের

প্রশ্নগুলোর উত্তর দাও : 
ক. অসম ত্বরণ কী?
খ. কোন বস্তুর সরণ 20 মিটার পূর্বদিকে বলতে কি বুঝো?
গ. উদ্দীপকের গাড়িটির ত্বরণ কত?
ঘ. উদ্দীপকের গাড়িটির 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হবে?

২ নং প্রশ্নের উত্তর 

ক) সময়ের সাথে বৃদ্ধির হার সমান না হলে ওই বৃদ্ধির হারকে অসম ত্বরণ বলে। 

খ) কোন বস্তুর সরণ 20 মিটার পূর্বদিকে বলতে বুঝায়-
১. বস্তুটি তার আদি  অবস্থান হতে 20 মিটার পূর্ব দিকে সরে গেছে।
২. বস্তুটির আদি অবস্থান ও শেষ অবস্থান এর মধ্যকার নূন্যতম দূরত্ব 20 মিটার।
৩. এক্ষেত্রে বস্তুটির গতির বা সরণের দিক হলো আদি অবস্থানে হতে পূর্ব দিক বরাবর।

(গ) ও (ঘ) ⬇️
গতি অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর |পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর নবম দশম শ্রেণি Motion mathematical part
download করুন ⬇️

পরিসংখ্যান বহুনির্বাচনি নবম দশম শ্রেণির

পদার্থবিজ্ঞানের আরও সৃজনশীল প্রশ্ন উত্তর

গণিতের সৃজনশীল প্রশ্ন ও MCQ

Thanks! Please share this post.

পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর নবম দশম শ্রেণি

Post a Comment

2 Comments

How to make money

Ad Code