Recent in Technology

রোধের সমবায় |তুল্য রোধ | Combination of resistance

রোধের সমবায় | Combination of resistance

একাধিক রোধকে একত্রে ব্যবহার করাকে রোধের সমবায় বা সন্নিবেশ বলে। 

রোধের সমবায় তিন প্রকারঃ

১. শ্রেণী বা অনুক্রমিক সমবায় (series combination)

২. সমান্তরাল সমবায় (parallel combination)

৩. মিশ্র সমবায় (mixed combination)

শ্রেণী বা অনুক্রমিক সমবায় :

সংজ্ঞাঃ কতগুলো রোধকে যদি পর পর এরূপ সাজানো হয় যে, প্রথম রোধের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত এবং এরূপে বাকিগুলোও সংযুক্ত থাকে এবং একই প্রবাহ সব কয়টি রোধের মধ্যদিয়ে প্রবাহিত হয় তাহলে সেই সমবায়কে রোধের শ্রেণী বা অনুক্রমিক সমবায় বলে।

সমান্তরাল সমবায় :

 সংজ্ঞাঃ কতগুলো রোধ যদি এমনভাবে সাজানো থাকে যে, এদের সবার এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে এবং প্রত্যেকটি রোধের দুই প্রান্তে একই বিভব পার্থক্য বজায় থাকে তাহলে সেই সমবায়কে রোধের সমান্তরাল সমবায় বলে।

মিশ্র সমবায় :

সংজ্ঞাঃ রোধে দুই বা ততোধিক আলাদা আলাদা সমবায় মিলে একটি সমবায় গঠন করলে তাকে রোধের মিশ্র সমবায় বলে।

➤ তুল্য রোধের অংক


Post a Comment

0 Comments

How to make money

Ad Code