Recent in Technology

ইস্পাত ও হীরার মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক এবং কেন Which of steel and diamond is more resilient?

ইস্পাত ও হীরার মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক এবং কেন?

উত্তর : ইস্পাত ও হীরার মধ্যে হীরা বেশি স্থিতিস্থাপক। কারণএকক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও দৈর্ঘ্যবিশিষ্ট দুটি ভিন্ন ভিন্ন বস্তুর যেটিতে বেশি প্রতিরোধ বলের সৃষ্টি হয় যে বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি। অর্থাৎ দুটি বস্তুর মধ্যে যার স্থিতিস্থাপক সীমার মান বেশি সেটি অপেক্ষাকৃত বেশি স্থিতিস্থাপক । ইস্পাত ও হীরার মধ্যে হীরার স্থিতিস্থাপক সীমার মান বেশি। তাই একই পরিমাণ বল প্রয়োগ করলেও ইস্পাতের চেয়ে হীরার প্রতিরোধ বলের মান বেশি হয়। তাই হীরা বেশি স্থিতিস্থাপক।

ইস্পাত ও হীরার মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক এবং কেন


কীভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়?

উত্তর : ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা দেখে আবহওয়ার পূর্বাভাস পাওয়া যায়। যদি পারদস্তরে উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে, তবে বুঝতে হবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পারদস্তে উচ্চতা হঠাৎ যদি খুব কমে যায়, তবে ঝড়ের সম্ভাবনা বুঝতে হবে। আর, পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকলে বুঝতে হবে আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার।

Post a Comment

0 Comments

How to make money

Ad Code