প্রশ্ন ১ঃ R1=R2=R3=20 ওহম মানের রোধ 20V ব্যাটারির সাথে যুক্ত আছে। এর মধ্যে R1 ও R3 পরস্পর সমান্তরালে যুক্ত। R2-এর তড়িৎ ক্ষমতা কত?
সমাধানঃ
R2 তড়িৎ ক্ষমতা 8.889 W ( ওয়াট)
প্রশ্ন ২ঃ 4 Ω ও 3 Ω রোধ দুইটি সমান্তরাল সমাবায়ে যুক্ত এদের তুল্য রোধ কত?
সমাধানঃ
দেওয়া আছে,
R1 = 4 Ω , R2 = 3 Ω
তুল্য রোধ R =?
1/R = 1/R1 + 1/R2
= 1/4 + 1/3
= 7/12
R = 12/7 Ω
Ans : 12/7 Ω
তুল্য রোধ কি?
রোধের কোন সমবায়ের রোধগুলোর পরিবর্তে যে একটি মাত্র রোধ ব্যবহার করলে বর্তনীর প্রবাহ ও বিভব পার্থক্যের কোন পরিবর্তন হয় না তাকে ঐ সমবায়ের তুল্য রোধ বলে।
0 Comments