Recent in Technology

সমোষ্ণ প্রক্রিয়া কি? | সমোষ্ণ প্রক্রিয়ার গ্রাফ What is Isothermal process

সমোষ্ণ প্রক্রিয়া কি?সমোষ্ণ প্রক্রিয়ার গ্রাফ

যে প্রক্রিয়ায় উষ্ণতায় স্থির থাকে অর্থাৎ dT = 0 হয় তাকে সমোষ্ণ প্রক্রিয়া বলে। সমোষ্ণ প্রক্রিয়ায় ব্যবস্থার শক্তির কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ du = 0 হয়।

তাপ গতিবিদ্যার প্রথম সূত্র,

dQ = du + dW

dQ = dW     ...................... (1)        [ du = 0 ]

অতএব সমোষ্ণ প্রক্রিয়া কোন সিস্টেমের সরবরাহকৃত  তাপ সম্পূর্ণরূপে বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয় হয়। PV নির্দেশক চিত্রে সমোষ্ণ লেখ দেখানো হয়েছে। P1V1 = P2V2 হবে।সমোষ্ণ প্রক্রিয়া  বয়েলের সূত্র প্রয়োগ করা যায়।

সমোষ্ণ প্রক্রিয়া কি? তাপগতিবিদ্যার | সমোষ্ণ প্রক্রিয়ার গ্রাফ  What is Isothermal process thermodynamic physics


সমোষ্ণ প্রক্রিয়া সম্পাদন করার জন্য কোন পিস্টন যুক্ত সিলিন্ডারে গ্যাস ভর্তি করা হয়। সিলিন্ডারের দেয়াল এমন হতে হবে, যেন এর মধ্য দিয়ে গ্যাস পরিবেশের সাথে তাপশক্তির আদান-প্রদান করতে পারে। এখন সিলিন্ডারের গ্যাসে খুব ধীরে ধীরে তাপশক্তি সরবরাহ করলে গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন হবে। গ্যাস পরিবেশের সাথে তাপের আদান-প্রদান করে তার উষ্ণতা স্থির রাখতে সক্ষম হবে।

Post a Comment

0 Comments

How to make money

Ad Code