পরিফেরা - Porifera:
১. দেহপ্রাচীর অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত।
২. CaCO, তৈরি স্পিকিউল বা স্পঞ্জিন তন্ত্র বা উভয় পদার্থ দ্বারা গঠিত অন্তঃকঙ্কাল বিদ্যমান।
৩. দেহে নালিতন্ত্র ও কোয়ানোসাইট উপস্থিত।
৪. দেহে সুগঠিত কলা, অঙ্গ বা তন্ত্র অনুপস্থিত।
উদাহরণঃ
সাইকন = Scypha gelantinosum,
স্পঞ্জিলা = Spongilla lacustris
পরিফেরা পর্বের কিছু প্রানী |
নিডেরিয়া - Cnidaria:
১. দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী; এক্টোডার্ম ও এন্ডোডার্ম স্তর দুটির মাঝে জেলির ন্যায় অকোষীয় মেসোগ্লিয়া উপস্থিত।
২. দেহ অরীয় প্রতিসাম্য: নির্দিষ্ট কোনো মস্তক নেই। ৩. দেহের অভ্যস্তরে সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর এবং এপিডার্মিসে নিডোব্লাস্ট কোষ উপস্থিত।
৪. দেহে পলিপ ও মেডুসা বিদ্যমান।
উদাহরণঃ
হাইড্রা = Hydra vulgaris
জেলিফিস = Aurelia aurita
প্ল্যাটিহেলমিনথেস - Platyhelminthes:
১. দেহ ত্রিস্তরী, দ্বিপার্শ্বীয় প্রতিসম পৃষ্ঠ-অঙ্কীয় পাতা বা ফিতার ন্যায় চ্যাপ্টা।
২. দেহ সিলোমবিহীন রেচনতন্ত্র শিখাকোষ নিয়ে গঠিত।
৩. পৌষ্টিকতন্ত্র পায়ুছিদ্র বিহীন এবং শাখান্বিত।
৪. দেহ নরম, সিলিয়া অথবা কিউটিকলযুক্ত।
উদাহরণঃ
যকৃত কৃমি = Fasciola hepatica
ফিতাকৃমি = Taenia solium
নেমাটোডা - Nematoda:
১. দেহ লম্বা, নলাকার, সুতর ন্যায়; অখ্যায়িত ও দু'দিক ক্রমশ সরু।
২. দেহগহ্বর অপ্রকৃত ধরনের দেহ নমনীয় ও অকোষীয় কিউটিকল দ্বারা আবৃত।
৩. পৌষ্টিকনালি সোজা ও শাখাহীন এবং মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত।
৪. মুখছিদ্র সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দ্বারা পরিবেষ্টিত।
উদাহরণঃ
চোখ কৃমি = Loa loa
গোলকৃমি = Ascaris lumbricoides
মলাস্কা - Mollusca:
১. দেহ নরম, অথজ্ঞায়িত, ত্রিস্তরী এবং চুনময় খোলক দিয়ে আবৃত।
২. দেহের অঙ্কীয় দিকে পেশিযুক্ত পদ বিদ্যমান।
৩. পৃষ্ঠীয় দেহপ্রাচীরে ম্যান্টল বিদ্যমান ম্যান্টল থেকে নিঃসৃত রস দিয়েই খোলক তৈরি হয়।
৪. পরিপাকতন্ত্রে র্যাডুলা নামক অঙ্গ রয়েছে (ব্যতিক্রম-ঝিনুক)।
উদাহরণঃ
আপেল শামুক= Pila globosa
অক্টোপাস = Octopas macropus
অ্যানিলিডা - Annelida:
১. দেহ লম্বা, নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম ও সিলোম প্রকৃত ধরনের।
২. দেহ বাহ্যিক ও অভ্যন্তরীণ আংটির ন্যায় খণ্ডক নিয়ে গঠিত এবং কিউটিকল দ্বারা আবৃত থাকে।
৩. চলনাঙ্গ সিটি বা প্যারাপোডিয়া নেফ্রিডিয়া প্রধান রেচন অঙ্গ।
৪. জীবনচক্রে ট্রকোফোর লার্ভা দেখা যায়।
উদাহরণঃ
কেঁচো = Metaphire posthuma
জোঁক = Hirudinaris granulosa
আর্থ্রোপোডা - Arthropoda:
১. দেহ সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট দ্বিপার্শ্বীয় প্রতিসম খণ্ডায়িত এবং বিভিন্ন ট্যাগমায় বিভক্ত (যেমন- শির, বক্ষ ও উদর)।
২. মস্তকে একজোড়া অ্যান্টেনা ও একজোড়া পুঞ্জাক্ষি থাকে।
৩. মালপিজিয়ান নালিকা প্রধান রেচন অঙ্গ সিলোম রক্তপূর্ণ হিমোসিল দ্বারা প্রতিস্থাপিত।
৪. কিউটিকল নির্মিত বহিঃকঙ্কাল রয়েছে যা নিয়মিত মোচিত হয়।
উদাহরণঃ
মাছি = Musca domestica
মশা = Culex pipiens
একাইনোডার্মাটা - Echinodarmata:
১. দেহ কণ্টকময়, অখ্যায়িত গোলাকার, নলাকার বা তারকাকার।
২. পূর্ণাঙ্গ প্রাণী অরীয়, পঞ্চপার্শ্বীয় প্রতিসম, লার্ভা দ্বিপার্শ্বীয় প্রতিসম।
৩. পানিসংবহনতন্ত্র বিদ্যমান প্রকৃত মস্তক, মস্তিষ্ক ও রেচনাঙ্গ অনুপস্থিত।
৪. ত্বকীয় ফুলকা, নালিকাপদ ইত্যাদি দ্বারা শ্বসন সম্পন্ন হয়।
উদাহরণঃ
সমুদ্র তারা = Astropecten euryacanthus
সমুদ্র শসা = Holothuria impatiens
কর্ডাটা - Cordata :
১. ভ্রূণ অবস্থায় অথবা সারাজীবন পৃষ্ঠ-মধ্যরেখা বরাবর নিরেট ও স্থিতিস্থাপক নটোকর্ড (notochord) বিদ্যমান উন্নত কর্ডাটায় ইহা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়।
২. নটোকর্ডের উপরে একটি ফাঁপা, নলাকার স্নায়ুরজ্জু বা নার্ভকর্ড (nerve cord) থাকে। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে নার্ভকর্ডটি পরিবর্তিত হয়ে সম্মুখ প্রান্তে মস্তিষ্ক ও পশ্চাতে সুষুল্লাকাণ্ড (spinal cord) গঠন করে।
৩. জীবনের যেকোনো দশায় বা আজীবন গলবিলের দু'পাশে ফুলকারদ্ধ (pharyngeal gill slits) থাকে। উন্নত কর্ডেটে ফুলকারন্ধ্রের বিলোপ ঘটে এবং ফুলকা বা ফুসফুসে রূপান্তরিত হয়।
৪. হৃৎপিণ্ড দেহের অঙ্কীয়দেশে অবস্থিত: কিছু প্রাণীর পায়ুর পশ্চাৎ পর্যন্ত একটি লেজ বিস্তৃত থাকে।
উদাহরণঃ
দোয়েল = Copsychus saularis
হাঁস = Anas clypeatta
মানুষ = Homo sapiens
0 Comments